তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে ‘তামাকবিরোধী ইয়ুথ কনভেনশন ২০২৪’ অনুষ্ঠিত
বাংলাদেশকে তামাকমুক্ত করতে দরকার যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ। এ লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর আগারগাঁও-এ এনজিও বিষয়ক ব্যুরো অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে 'তামাক বিরোধী ইয়ুথ কনভেনশন ২০২৪'।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়র) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান এবং সিটিএফকে বাংলাদেশ-এর লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান।
মো. সাইদুর রহমান বলেন, 'তামাক নিয়ন্ত্রণে আরও শক্ত পদক্ষেপ প্রয়োজন। পাবলিক প্লেস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধ করতে হবে।' তিনি তামাকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করার জন্য এনজিওগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন।
মো. মোস্তাফিজুর রহমান তরুণদের শক্তিশালী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, 'ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত তরুণেরা সফল হয়েছে। তামাকবিরোধী আন্দোলনেও তারা সফল হতে পারবেন।'
তিনি তামাক নিয়ন্ত্রণে কঠোর আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ডর্প-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক জনাব যোবায়ের হাসান।
তিনি বলেন, 'তামাকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের প্রস্তাবগুলো নীতিনির্ধারকদের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।'
অনুষ্ঠানে উপস্থিত তরুণেরা তামাকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন। সাতজন ইয়ুথ চ্যাম্পিয়নকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, ডর্প ১৯৮৭ সাল থেকে দেশব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গে জড়িত এবং মাতৃত্বকালীন ভাতা প্রবর্তনকারী সংস্থা হিসেবে সমধিক পরিচিত। এটি বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক কর বৃদ্ধি বিষয়ে কাজ করছে এবং সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।