‘কেন হঠাৎ করে মার্চ ফর ইউনিটি?’ প্রশ্ন বিএনপির এ্যানির
জাতীয় ঐক্যের আহ্বান জানানোর পর 'মার্চ ফর ইউনিটি'র হঠাৎ আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, '২৪ থেকে ২৫ পর্যন্ত [২০২৪–২০২৫ সাল] তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গোটাদেশ ছাত্রদের দিকে তাকিয়ে আছে। কেন হঠাৎ করে মার্চ ফর ইউনিটি?'
মঙ্গলবাল (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র'-এর সমর্থনে মার্চ ফর ইউনিটি (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ্যানি বলেন, 'আপনারা তো বিএনপি মহাসচিবসহ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্য গঠন করেছিলেন। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আপনারা যখন মার্চ ফর ইউনিটির কথা বলেন, তখন আমাদের কষ্ট লাগে না? আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়ার দরকার।'
সরকার ও ছাত্রনেতাদের কাছে তিনি জানতে চান, কার স্বার্থে মার্চ ফর ইউনিটি করা হচ্ছে। 'আমাদের বৃহত্তর স্বার্থে শেখ হাসিনার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমরাও জাতীয় ঐক্য চাই, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারও চাই।'
জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এ্যানি।
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকেই নেতাকর্মীরা প্লাকার্ড ও ব্যানার হাতে ছোট ছোট মিছিল নিয়ে আলোচনা সভায় যোগ দেন।
এ উপলক্ষে ছাত্রদল গণ-অভ্যুত্থানে নিহত ১৪২ জনের নামের তালিকা সংবলিত একটি বই প্রকাশ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ আরও অনেকে।