সহজিয়ার প্রথম একক কনসার্ট ‘ধ্যান’
ফোক ফিউশন ব্যান্ড সহজিয়া তাদের প্রথম একক কনসার্ট 'ধ্যান' নিয়ে শ্রোতাদের সামনে আসছে। ১০ জানুয়ারি ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সন্ধ্যায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানিয়েছে, এ কনসার্টে তারা প্রকাশিত প্রায় সব গান পরিবেশনের পাশাপাশি নতুন গান 'অভিনয়' প্রকাশ করবে।
২০১১ সালে প্রতিষ্ঠিত সহজিয়া ব্যান্ড তাদের সংগীতকে প্রার্থনার সঙ্গে তুলনা করে। প্রকাশিত দুটি অ্যালবাম 'রংমিস্ত্রি' ও 'ঘোড়া' এবং একাধিক একক গান মিলিয়ে তাদের মোট গানের সংখ্যা ২০টিরও বেশি।
ব্যান্ডটি বলছে, যারা সহজিয়াকে পুরোপুরি অনুভব করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
অন্যান্য কনসার্টে সব গান একসঙ্গে পরিবেশনার সুযোগ হয় না। কিন্তু 'ধ্যান' কনসার্টে ব্যান্ডটি তাদের সংগীত যাত্রার আধ্যাত্মিক দিকটি শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চায়।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা ও হেভি মেটাল টি-শার্টের ঢাকার সব শাখায়।