১৪ বছর পর বাংলাদেশে গাইবে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’
পাকিস্তানি জনপ্রিয় ব্যান্ড 'জাল'। 'আদাত' এবং 'সাজনি' এর মতো জনপ্রিয় গান উপহার দেয়া সংগীত দলটি এবার দর্শক মাতাতে আসছে বাংলাদেশে। খবরটি নিশ্চিত করেছেন জাল-এর ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।
গত শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলে একটি কনসার্টের ছবি শেয়ার করে গহর লেখেন, 'হ্যালো বাংলাদেশ। শিগগির দেখা হচ্ছে'। পোস্টটিতে টিকেটের জন্য একটি লিংকও শেয়ার করে দেন তিনি।
২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল পাকিস্তানের ব্যান্ড 'জাল'। এরপর গত ১৪ বছরে বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের। বিরতি ভেঙে আবার ঢাকায় গাইতে আসছে দলটি।
জানা গেছে, ব্যান্ডটি আগামী ২৭ সেপ্টেম্বর 'লেজেন্ডস অফ দ্য ডিকেড' শিরোনামে পূর্বাচলের ঢাকা অ্যারেনায় পারফর্ম করবে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ইতিমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা।
কনসার্টটিতে জালের পাশাপাশি পারফর্ম করবেন আমাদের দেশীয় শিল্পীরাও। তবে অন্য পারফর্মারদের নাম এখনো ঘোষণা করেননি আয়োজকেরা।