আদিবাসী পোশাকে নাচলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও আদিবাসীদের অনুষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে মিশে যেতে দেখা গেছে। কখনো পাহাড়ে গোর্খা জনজাতির সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়েছেন তিনি, আবার কখনো বোলপুরে গিয়ে একতারা বাজিয়েছেন।
এবার আদিবাসীদের প্রথাগত নাচের তালে পা মেলালেন তিনি। মালদহের গাজোলের এক অনুষ্ঠানে তার সেই নাচের খবর জানিয়েছে আনন্দবাজার।
বৃহস্পতিবার গাজোলে তফসিলি জাতি ও জনজাতিদের জন্য পেনশন, বার্ধক্য ভাতা, কৃষকদের বার্ধক্য পেনশনের মতো একাধিক কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে আদিবাসীদের প্রথাগত ধামসা মাদলের সঙ্গে আয়োজন করা হয় নাচ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন ধামসা-মাদলের তালে আদিবাসী নারীদের সঙ্গে হাত ধরাধরি করে নাচতে দেখা যায়। নিজের শাড়ির উপরে আদিবাসী নারীদের পোশাকও জড়িয়ে নিয়েছিলেন তিনি। নাচতে গিয়ে ওই পোশাক সামলাতে কিছুটা সমস্যা হচ্ছিল তার!