কোভিড বর্জ্য: সমুদ্রে ভাসছে মাস্ক, গ্লাভস
করোনাভাইরাস মহামারী শুধু মানুষের জীবন, অর্থনীতিকেই তোলপাড় করে দেয়নি, মারাত্মক ক্ষতির দিকে নিয়ে চলেছে সামুদ্রিক পরিবেশকেও।
সম্প্রতি ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভূ-মধ্যসাগরীয় উপকূল কোট দাজুর বা ফ্রেঞ্চ রিভিয়েরায় পর্যবেক্ষণ করে এমন মতামত দিলেন ফরাসী অলাভজনক সংগঠন 'অপেরেশন মের প্রপ্রের'। এই সংগঠনটি মূলত সমুদ্রের পাড় ও তলা থেকে বর্জ্য কুড়িয়ে পরিষ্কার করে।
গত এপ্রিল থেকে পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির সদস্যরা দেখলেন, অসংখ্য মাস্ক ভাসছে সমুদ্রে আর রাবারের অসংখ্য গ্লাভস জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে উপকূলের সর্বত্র। শুধু তাই নয়, প্লাস্টিকের কাপ আর অ্যালুমিনিয়ামের কৌটার জঞ্জালের সঙ্গে এসব মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারের প্লাস্টিকের বোতল জমা পড়ছে ভূমধ্যসাগরের তলায়।
এই বর্জ্যগুলোকে মূলত 'কোভিড বর্জ্য' হিসেবে উল্লেখ করেন সংগঠনটির সদস্য জোফ্রি পেল্টিয়া।
দ্য গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জোফ্রি বলেন, হয়তো যে পরিমাণ মাস্ক ও গ্লাভস পাওয়া গেছে তা অগণিত নয়। কিন্তু অদূর ভবিষ্যতে এক নতুন ধরণের দূষণের ইঙ্গিত পাচ্ছি। কেননা বর্তমান কোভিড-১৯ আক্রান্ত পৃথিবীতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের চাহিদা বাড়ছে। ধীরে ধীরে এটি সর্বব্যাপী হয়ে উঠবে।
শুধু ফ্রান্সেই দু' বিলিয়ন ডিসপোজেবল মাস্কের অর্ডার দিয়েছে দেশটির প্রশাসন, জানালেন সংগঠনটির আরেক সদস্য লরেন্ট লম্বার্ড। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায় সমুদ্রের শৈবালে জড়িয়ে আছে মাস্ক আর ময়লা গ্লাভস। সেই পোস্টে লরেন্ট লেখেন, 'আর কিছুদিন পরেই দেখব ভূমধ্যসাগরে জেলিফিশের চেয়ে মাস্ক আর গ্লাভসের সংখ্যাই বেশি।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত এধরণের ভিডিও পোস্ট করে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে সংস্থাটি। তারা আশা করছেন, মানুষ সচেতন হবে, পুনঃব্যহারযোগ্য মাস্ক পরিধান করবে। আর রাবারের গ্লাভসের ব্যবহার বন্ধ করে বারবার সাবান দিয়ে হাত ধোয়ার কথা চিন্তা করবে।
জোফ্রি বলেন, 'কোভিড-১৯ কে মোকাবেলা করার আরও অনেক টেকসই, পরিবেশবান্ধব উপায় আছে। প্লাস্টিক কখনোই এর সমাধান হতে পারে না। নয়তো কোভিড প্রতিরোধ করতে গিয়ে প্রকৃতির আরও বড় ক্ষতি করে ফেলব আমরা।'
২০১৮ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর ১৩ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার সংস্থাটি বলছে, বিশ্বে প্রতি মিনিটে ৩৩ হাজার ৮০০ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়। এই হিসেবে শুধু ভূমধ্যসাগরেই প্রতি বছর ৫ লাখ ৭০ হাজার টন প্লাস্টিকের প্রবাহ দেখা যায়।
আর বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারী মোকাবেলায় এই পরিসংখ্যানগুলো আরও অনেক বেড়ে যাওয়ার হুমকি দেখা দিচ্ছে।