রেকর্ডভাঙা ধোঁয়াশায় পাকিস্তানের বিভিন্ন জেলায় স্কুল, পার্ক বন্ধ ঘোষণা
রেকর্ডভাঙা বিষাক্ত ধোঁয়াশার কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এতে শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক, জাদুঘরসহ অন্যান্য সরকারি অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরসহ ১৮টি জেলায় এ বিধি-নিষেধ আরোপ করা হয়, যা আগামী ১০ দিন কার্যকর থাকবে।
ধোঁয়াশার কারণে লাহোর শহর সন্ধ্যার মতো আঁধারে ছেয়ে গেছে। এমনকি ১০০ মিটার দূরের বস্তু দেখাও দুরূহ হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সব পাবলিক পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, ঐতিহাসিক স্থান ও খেলার মাঠে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সেই সঙ্গে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল ও সরকারি প্রতিষ্ঠাগুলো বন্ধ থাকবে।
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে প্রায় ১৪ মিলিয়ন মানুষের বাস। গত মাসের শেষ থেকে এ শহরসহ আশে-পাশের বিভিন্ন শহর ধোঁয়াশায় ছেয়ে রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ধোঁয়াশা আক্রান্ত জেলাগুলোতে ৩০ হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিয়েছেন।
পাঞ্জাবের পরিবেশ রক্ষা বিষয়ক অধিদপ্তরের মুখপাত্র সাজিদ বশির বলেছেন, লোকজনকে ঘরে রাখার জন্যই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যাতে করে তাদের এই দূষণ থেকে সুরক্ষিত রাখা যায়। আমরা জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ করছি।
এর আগে গতকাল শুক্রবার লাহোরের একটি আদালত রাত ৮টার পর সব ধরনের মার্কেট বন্ধ রাখতে সরকারের প্রতি নির্দেশনা দেন।
বশির বলেন, শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল লাহোর। এদিন এ শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬০০।
উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
অনুবাদ: রেদওয়ানুল হক