ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে ৩০০ বেওয়ারিশ কুকুর ঘরে তুলে নিলেন যিনি
ঘূর্ণিঝড় থেকে ৩০০ বেওয়ারিশ কুকুর ও বেশ কিছু অন্যান্য প্রাণীর প্রাণ বাঁচাতে ওদের নিজের ঘরে জায়গা দিলেন এক ম্যাক্সিকান প্রাণী অধিকারকর্মী। আর এ ঘটনায় রীতিমতো নায়কে পরিণত হয়েছেন তিনি।
ঘটনা গত বুধবারের। এদিন সকাল সাড়ে ৫টার দিকে মেক্সিকোর কিনটানা রু অঞ্চলে আঘাত হানে 'হারিকেন ডেল্টা' নামের এক দাপুটে ঘূর্ণিঝড়। এ ব্যাপারে আগে থেকেই সতর্কবার্তা প্রচার করছিল স্থানীয় প্রশাসন।
সে বার্তা জেনে লিওনা ভিকারিও শহরের অধিবাসী ও প্রাণী অধিকারকর্মী রিকার্দো পিমেন্তেল চুপ করে বসে থাকেননি। বাতাসের তীব্র দাপট ও প্রবল বৃষ্টির মধ্যেই নিজের গড়া প্রাণীদের আশ্রয়কেন্দ্র 'তিয়েরা দে অ্যানিমেলস'-এ ব্যস্ত সময় কাটান ওদের নিরাপত্তা নিশ্চিত করার কাজে।
এ সময় আরও একটি দারুণ কাজ করেন তিনি। তিন শতাধিক বেওয়ারিশ কুকুর এবং বেশ কিছু বেওয়ারিশ বিড়াল, মোরগ, খরগোশ ও এমনকি সজারুকে নিজের বাড়িতে আশ্রয় দেন।
'আমি যদি তিন শতাধিক কুকুর, প্রচুরসংখ্যক বিড়াল, কিছু মোরগ, একটি সজারু ও আরও কিছু প্রাণীকে ঘূর্ণিঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত নিজের বাড়িতে আশ্রয় দিতে পারি, আপনি কেন এমন বিপদের সময় অন্তত একটা বেওয়ারিশ কুকুর বা বিড়ালের জন্য নিজের বাড়ির দরজা খুলে দেবেন না?', ফেসবুকে লিখেন পিমেন্তেল।
নিজ বাড়িতে এক গাদা বেওয়ারিশ কুকুরের ভিড়ে রিকার্দো পিমেন্তেলের ছবিগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দিকে-দিকে প্রশংসা ছড়িয়ে পড়ে তার।
দ্বিতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড় 'হারিকেন ডেল্টা' কেটে যাওয়ার পর নতুন লাভ করা খ্যাতি কাজে লাগিয়ে প্রাণীপ্রেমীদের প্রতি বিশেষ আবেদন জানান পিমেন্তেল। বেওয়ারিশ কুকুর ও বিড়ালের জন্য সবার কাছে খাদ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার উপাদান, আর্থিক অনুদান কিংবা যার পক্ষে যা দেওয়া সম্ভব, তা 'তিএরা দে অ্যানিমেলস'-এ দান করার আহ্বান জানান তিনি।
- সূত্র: অডিটি সেন্ট্রাল