চন্দ্রাভিযানে যেতে ‘গার্লফ্রেন্ড’ চেয়ে বিজ্ঞাপন; আবেদন পড়লো ২০ হাজার
চাঁদে যেতে আগ্রহী একজন মেয়েবন্ধুর সন্ধানে যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন জাপানি বিলিয়নিয়ার ইউসাকু মেইজাওয়া তাতে সাড়া দিয়ে আবেদন করেছেন ২০ হাজার নারী।
জাপানি টেলিভিশন অ্যাবেমা টিভির জন্য ‘ফুল মুন লাভারস’ নামে নতুন একটি ডকুমেন্টারি বানাতে ২০২৩ সালে ব্যক্তিগত মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা মেইজাওয়ার।
এজন্য সম্প্রতি একটি ওয়েবসাইটে নারীবন্ধু চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই ধনকুবের। সেজন্য ২০ এর চেয়ে বেশি বয়সী সিঙ্গেল নারীর খোঁজ করেছিলেন তিনি।
ওই বিজ্ঞপ্তিতে আরও কিছু যোগ্যতা যোগ করেছেন মেইজাওয়া। তাতে বলা হয়, মেইজাওয়ার সাথে চন্দ্র অভিযানে যেতে হলে ওই নারী সঙ্গীকে একটি ‘লাভ ডায়গনস্টিক টেস্ট’ এ উত্তীর্ণ হতে হবে।
জাপানি টেলিভিশনগুলোতে দিনদিন তরুণ দর্শক কমে যাচ্ছে। এই সময়ে এসে মেইজাওয়ার ‘ফুল মুন লাভারস’ শো হতে পারে দেশটি অন্যতম জনপ্রিয় টিভি আশাহীতে তরুণ দর্শক ফিরিয়ে আনার বড় ধরণের একটি প্রয়াস।
আবেদনকারীদের উদ্দেশ্যে তিনি ওই বিজ্ঞপ্তিতে লেখেন, “নিসঙ্গতা ও শূন্যতার অনুভূতি ধীরে ধীরে আমাকে গ্রাস করায়, একটা বিষয়ে ভেবেচিন্তে আমি মনস্থির করেছি। তা হল, একজন নারীকে ভালোবেসে যাওয়া।”
তিনি আরও লেখেন, “আমি একজন ‘জীবনসঙ্গী’ খুঁজে পেতে চাই। পৃথিবী থেকে অনেক দূরে বসে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই আমাদের ভালোবাসার কথা।”
জাপানি অভিনেত্রী আয়ামি গোরিকির সঙ্গে দীর্ঘদীনের প্রেমের পর সম্প্রতি সম্পর্কের ছাড়াছাড়ি হয় উদ্যোক্তা ইউসাকু মেইজাওয়ার।
‘ডিয়ার মুন’ নামের চাঁদে পাড়ি দেওয়ার এই প্রজেক্টে নারীবন্ধুর পাশাপাশি কাজের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন শিল্পীকেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এই ধনকুবেরের।
ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “আবেদনকারীকে অবশ্যই মহাশূন্যে যাওয়া এবং তার প্রস্তুতির ব্যাপারে আগ্রহী হতে হবে। তাকে অবশ্যই এমন কেউ হতে হবে যে পৃথিবীর শান্তিকামনা করে।”
আবেদনের শেষ সময় ১৭ জানুয়ারি। মার্চের মধ্যেই মেইজাওয়া তার সঙ্গী নির্বাচন চূড়ান্ত করবেন।