জনসমক্ষে শ্বশুরকে ‘দাদা’ ডাকলেন ব্রিটিশ রাজবধু কেট!
পারিবারিক এক আয়োজনে অংশ নিয়ে জনসমক্ষে শ্বশুর প্রিন্স চার্লসকে 'গ্র্যান্ডপা' বা 'দাদা' সম্বোধন করে বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছেন ব্রিটিশ রাজবধু কেট মিডলটন।
গত শুক্রবার রাজপরিবারের এক পারিবারিক প্রমোদ-ভ্রমণে মুখ ফসকে এই ভুল সম্বোধন করে বসেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী।
ইংল্যান্ডের কর্নওয়ালে জি-৭-এর এক অভ্যর্থনা অনুষ্ঠানে ৭২ বছর বয়সী শ্বশুরের সঙ্গে কুশলাদি বিনিময় করতে গিয়ে ৩৯ বছর বয়সী ডাচেস অব ক্যামব্রিজ এমন ভুল করে বসেন বলে দ্য ডেইলি মেইলকে জানিয়েছেন একজন লিপ রিডার। ওই অনুষ্ঠানে কেট ও প্রিন্স চার্লস ছাড়াও পরিবারের পক্ষে অংশ নেন রানী দ্বিতীয় এলিজাবেথ, কেটের স্বামী প্রিন্স উইলিয়াম এবং চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কার বোলস।
সেখানে প্রিন্স চার্লসকে উদ্দেশ্য করে কেট বলে ওঠেন, 'হ্যালো গ্র্যান্ডপা! কেমন আছেন?'
বলে রাখা ভালো, এই উইকেন্ড বেশ দারুণ রোমাঞ্চে কেটেছে ওই রাজপরিবারের। জি-৭ সামিট ইভেন্টের পাশাপাশি রানীর ৯৫তম জন্মদিন উদযাপনে ব্যস্ত থাকতে হয়েছে সদস্যদের।
অবশ্য, ২০২১ সালটি এ পরিবারের জন্য বেদনাবিধুরই হয়ে থাকবে। কেননা, রানীর স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন এপ্রিলে। তার পরের মাসেই রানীর প্রিয় পোষা কুকুরটিও মারা যায়।
অন্যদিকে, রাজপরিবারের দায়িত্ব ছেড়ে 'স্বাধীন জীবন' বেছে নিয়েছে প্রিন্স হ্যারি-মেগান দম্পতি।
-
সূত্র: পেজ সিক্স/নিউইয়র্ক পোস্ট