জিভে জল আনা বিজ্ঞাপনে উপোস ভাঙায় ম্যাকডোনাল্ড’সের বিরুদ্ধে মামলা!
খ্রিস্টানদের ধর্মীয় ব্রত 'লেন্ট' (ইস্টারের পূর্বে ৪০ দিনব্যাপী সংযম) পালনের সময়ে খাবারের চটকদার বিজ্ঞাপন দেখিয়ে উপবাস ভঙ্গ করানোয় ফাস্ট-ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড'সের বিরুদ্ধে মামলা করেছেন এক রাশিয়ান নারী।
রাশিয়ার অমস্ক শহরের বাসিন্দা, সেনিয়া ওভচিন্নিকোভা নামের সেই নারী একজন অর্থোডক্স খ্রিস্টান। বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট-ফুড রেস্টুরেন্টটির বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন যে, বার্গারের চটকদার বিজ্ঞাপনের ব্যানার দেখিয়ে ম্যাকডোনাল্ড'স তার রোজা ভঙ্গ করিয়েছে।
ম্যাকডোনাল্ড'সের বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগও এনেছেন তিনি। 'লেন্ট' এমন একটি সময় যখন ধর্মপ্রাণ খ্রিস্টানরা মাংস ও অন্যান্য পশুজাত খাবার খাওয়া থেকে বিরত থাকেন। নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে ম্যাকডোনাল্ড'সের কাছে থেকে ১০০০ রুবল ক্ষতিপূরণ দাবি করেছেন ওভিচিন্নিকোভা।
মামলার অভিযোগে ২০১৯ সালের এপ্রিল মাসের একটি ঘটনার কথা উল্লেখ করেন ওভচিন্নিকোভা, যখন তিনি 'লেন্ট' উপলক্ষে উপবাস পালন করছিলেন। তিনি দাবি করেন, সারা মাসজুড়ে তিনি কোনো মাংস না খেলেও অমস্কের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ম্যাকডোনাল্ড'সের চিজবার্গার ও চিকেন নাগেটসের একটি চটকদার-আকর্ষণীয় বিজ্ঞাপন দেখেন।
এর আগে বিগত ১৬ বছর ধরে প্রতিটি 'লেন্ট' এ উপবাস রাখতে সক্ষম হলেও, সেদিন বিজ্ঞাপনটি দেখে লোভ সামলাতে পারেননি ওভচিন্নিকোভা। এরপর তিনি নিকটস্থ ম্যাকডোনাল্ড'সের দোকানে গিয়ে উপস্থিত হন এবং একটি বার্গার অর্ডার করেন। যদিও নিজের দুর্বলতা নিয়ে সঙ্গে সঙ্গেই অনুতপ্ত হয়েছিলেন, তবুও লেন্টের সময়ে এমন বিজ্ঞাপন প্রচারের অভিযোগে তিনি ফাস্ট-ফুড চেইনকেই দোষী সাব্যস্ত করেন।
সেনিয়া ওভচিন্নিকোভা বলেন, "এক মাস উপবাস পালন করে ফেলার পরেও আমি তাদের বিজ্ঞাপন দেখে লোভ সামলাতে পারিনি। ম্যাকডোনাল্ড'সের এমন কাজের মধ্য দিয়ে ভোক্তা সুরক্ষা আইন ভঙ্গ করা হয়েছে। আমি আদালতকে এই ঘটনার তদন্ত করতে অনুরোধ করেছি। আর যদি সত্যিই আইন ভঙ্গ হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে ১০০০ রুবল চেয়েছি।"
ওভচিন্নিকোভার এই মামলার শুনানির তারিখ এখনও ধার্য হয়নি বলে সংবাদ মাধ্যম জামোস্কভোরেটস্কি প্রেস সার্ভিসকে জানিয়েছে আদালত সূত্র।
সূত্র: অডিটি সেন্ট্রাল