নিলামে জিতলেই মিলবে ট্রাম্প পুত্রের সঙ্গে শিকারের সুযোগ
আন্তর্জাতিক শিকারিদের নিয়ে চারদিনব্যাপী এক সম্মেলন আয়োজন করছে যুক্তরাষ্ট্রের সাফারি ক্লাব ইন্টারন্যাশনাল (এসসিআই)। আগামী শনিবার থেকে যা নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরে শুরু হচ্ছে। পুরো বিশ্ব থেকে হাজার হাজার ধনী শিকারি এ সম্মেলনে যোগ দেবেন।
সম্মেলনে ধনী শিকারিদের জন্য থাকছে একটি হাই-প্রোফাইল নিলামে অংশ নেয়ার সুযোগ। নিলামে বিজয়ীর ভাগ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্পের শিকারসঙ্গি হওয়ার সুযোগ জুটবে।
এসসিআই সংগঠনটি বন্যপ্রাণী শিকারে উৎসাহীদের এক নিরাপদ স্বর্গ বলেই পরিচিত। পরিবেশ সংরক্ষণবাদী ও প্রকৃতিবাদীদের আপত্তি তারা যে আদতেই গ্রাহ্য করে না, তা বলাই বাহুল্য। বন্যপ্রাণী শিকারি হিসেবে সুপরিচিত জুনিয়র ট্রাম্পের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই বলা চলে।
বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা জানান, নিলামের শুরুতে দর হাঁকা হবে ১০ হাজার ডলার। কিন্তু শেষ পর্যন্ত এই অংক ৫০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। বলাই বাহুল্য বিশ্বের শীর্ষ ধনী শিকারিরা ট্রাম্প পুত্রের সঙ্গে শিকারের সুযোগ পেতে এই অংক খরচ করতে কোনো দ্বিধাই করবেন না।
তবে শিকারের যে তালিকা দেয়া হয়েছে তা খুবই আতংকের। প্রথম পর্বে থাকবে ট্রাম্প পুত্রের সঙ্গে আলাস্কার দুর্লভ কালো লেজের হরিণ শিকার। সাতদিন চলবে এই অভিযান। ১৪ দিনের দ্বিতীয় পর্ব চলবে আফ্রিকার নামিবিয়ায়। সেখানে বন্য মহিষ, জিরাফ এবং নীলগাই হত্যার উৎসব চলবে। তৃতীয় ধাপের মেয়াদ সাত দিন। যা দক্ষিণ আফ্রিকায় কুমির নিধনের মধ্য দিয়ে শেষ হবে।
এমন সময় এই শিকারাভিযানের নিলাম চলছে, যার মাত্র কয়েক সপ্তাহ আগেই ‘প্রো পাবলিকা’ নামের একটি অনুসন্ধানী সাংবাদিকতার সংগঠন ট্রাম্প জুনিয়রের একটি বিরল প্রাণী শিকারের খবর প্রকাশ করে। গত গ্রীষ্মে মঙ্গোলিয়ায় এক শিকার সফরে যান ট্রাম্প পুত্র। ওই সময় তিনি একটি অতি-বিরল প্রজাতির ভেড়াকে শিকার করেছিলেন।
বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা ইতোমধ্যেই এসসিও সম্মেলনের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন। বিচ বয়েস ব্যান্ডের বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী ব্রায়ান উইলসন এবং অ্যাল জার্ডিন ওই সম্মেলনে সঙ্গীত পরিবেশনা করা থেকে বিরত থাকার ঘোষণা দিয়ে অন্য শিল্পীদের প্রতিও সেখানে কোনো প্রকার পরিবেশনা না করার আহ্বান জানিয়েছেন।