প্রসববেদনা নিয়ে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন নিউজিল্যান্ডের এমপি, দিলেন সন্তানের জন্ম
সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হতে প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য। জুলি অ্যান জেন্টার নামে ওই এমপি শেষমেশ নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে শরীর খারাপ লাগছিল জেন্টারের। সেজন্য তিনি সাইকেল চালিয়ে হাসপাতালে রওনা হন। কিন্তু পথেই শুরু হয় যায় তার প্রসববেদনা।
ওই প্রসববেদনা নিয়েই সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান জেন্টার। সেখানে জন্ম দেন এক কন্যাসন্তানের।
জেন্টারের এই কাজের কথা ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। এরপর থেকেই প্রশংসা ও ভালোবাসায় ভাসছেন নিউজিল্যান্ডের গ্রিন পার্টির এই রাজনীতিবিদ।
স্থানীয় সময় রোববার ভোর তিনটার দিকে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। জানা গেছে, প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্যও একইভাবে হাসপাতালে গিয়েছিলেন তিনি।
সন্তান জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জেন্টার। কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'বড় খবর! ভোর ৩টা ৪ মিনিটে আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। প্রসববেদনা নিয়ে সাইকেল চালানোর পরিকল্পনা আমার ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তা-ই হলো। রাত ২টায় আমরা যখন হাসপাতাল রওনা হই, তখনও আমার শারীরিক অবস্থা এতটা খারাপ ছিল না। কিন্তু রওনা হওয়ার দু-তিন মিনিট পরই প্রসববেদনা উঠে যায়। আর হাসপাতালে পৌঁছানোর ১০ মিনিট পরই ব্যথা তীব্র হয়ে যায়।'
ফেসবুক পোস্টে জেন্টার জানিয়েছেন, তার সদ্যোজাত কন্যা দেখতে বাবার মতো হয়েছে। তিনি ও মেয়ে দুজনেই সুস্থ আছে বলেও জানিয়েছেন জেন্টার।