সন্তান প্রসবের সময় মারা গেলেন সাফজয়ী সাবেক নারী ফুটবলার
সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছেন বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক নারী সাফজয়ী ফুটবলার রাজিয়া খাতুন। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি।
রাজিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন নারী ফুটবল দলের সহকারী কোচ মাহমুদা আক্তার। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নারী দলের ক্যাম্পের অংশ ছিলেন ফরোয়ার্ড হিসেবে খেলা রাজিয়া। ২০২০ সালে করোনার পর ক্যাম্প থেকে বাদ পড়েন তিনি। ক্যাম্পে জায়গা না হলেও খেলা চালিয়ে গেছেন নিয়মিত। খেলেছেন নারী লিগেও। ২০১৯-২০ নারী লিগে নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে করেছিলেন তিন গোল। সবশেষ নারী লিগে খেলেছেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিয়ে করেন রাজিয়া। গতকাল জন্ম দেন ছেলে সন্তানের। সন্তান সুস্থ থাকলেও আজ ভোরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান তিনি।
২০১৮ সালে রাজিয়া জিতেছিলেন অনূর্ধ্ব-১৮ নারী সাফ। তিনি জাতীয় দলেও খেলেছেন, ছিলেন ২০১৯ সাফের দলে। যদিও মূল একাদশে সুযোগ হয়নি তেমন, খেলেছেন বদলি হিসেবেই।
জাতীয় দলের অধিনায়ক সাবিনার এলাকা সাতক্ষীরার মেয়ে রাজিয়া। সাবেক সতীর্থের মৃত্যুতে শোক জানিয়ে সাবিনা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'শান্তিতে ঘুমাও। যে শান্তিটা তোমার প্রাপ্য ছিল, এবার হয়তো সেটা পাবে।'