বিশ্বের 'ক্ষুদ্রতম' অ্যাডভেঞ্চারার! ৬ মাসের শিশু করছে ওয়াটার স্কি
ছয় মাসের শিশুর এমন কীর্তি, সত্যিই বিস্ময়কর। মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহতে সবচেয়ে কম বয়সী হিসেবে ওয়াটার স্কিয়িং-এর বিশ্বরেকর্ড করে ফেলেছে সে। সামাজিক গণমাধ্যমে এখন ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে ছোট্ট রিচ হামফ্রেস-এর লেক পোওয়েলের পানিতে এমন কাণ্ড ঘিরে বিতর্কও কম হচ্ছে না।
বাচ্চাটির বাবা-মাই প্রথম ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ভিডিওটি। ক্যাসি ও মিন্ডি হামফ্রেস-এর ইনস্টাগ্রামে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ওই বাচ্চাটির নাম দিয়েই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানেই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি নৌকার মেটাল বারের উপর পা রেখে পানিতে স্কি করছে শিশুটি। সঙ্গে লাইফ জ্যাকেট রয়েছে তার শরীরে। ক্যাপশনে বাবা-মা শিশুটির হয়ে লিখেছেন, 'আমি ৬ মাসের জন্মদিনে ওয়াটার স্কি করতে গিয়েছিলাম। এটা তো একটা দারুণ ব্যাপার।' সঙ্গে রয়েছে হ্যাশট্যাগে ওয়ার্ল্ডরেকর্ড।
সোশ্যাল মিডিয়ায় সে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। ৭৬ লাখ বার মানুষ দেখেছে সেটি।
তবে অনেকেরই বক্তব্য, ৬ মাসের বাচ্চাকে এমন ঝুঁকিপূর্ণ কাজ করিয়ে, ঠিক করেননি তার বাবা-মা। মাত্র ৬ মাস ৪ দিন বয়সে এমন কাজ তাকে দিয়ে করানো ঠিক হয়নি। যদিও অনেকেরই বক্তব্য, সঙ্গে বাচ্চাটির বাবা ছিল। ছবিতে শুধু বাচ্চাটিকে দেখানো হয়েছে। বেশিরভাগই অবশ্য এমন ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাদের মন্তব্য; এটা মিষ্টি হলেও, খুবই ভয়ের। যেকোনো সময় কোনও বিপদ হতে পারত।
এর আগে অবার্ন অ্যাবশের বলে একটি শিশু বিশ্বের ক্ষুদ্রতম ওয়াটার স্কি-এর শিরোপা পেয়েছিল। তার বয়স ছিল ৬ মাস ১০ দিন। এবার সেই রেকর্ডকে ছাপিয়ে গেল রিচ হামফ্রেস-এর কাণ্ড।
- সূত্র: এই সময়