ভূতের নামে থানায় হত্যাচেষ্টার লিখিত অভিযোগ!
আজব হলেও সত্য, ভূতের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন এক ভারতীয় যুবক। গুজরাটের ভদোদরা অঞ্চলের ৩৫ বছর বয়সী ভরসঙ্গভাই বরিয়ালসো সম্প্রতি এ অভিযোগ দেন।
ভরসঙ্গভাইয়ের দাবি, চলতি পথে, জমিতে কাজের সময়, এমনকি রাতের বেলা নানা ধরনের ভূত তাকে ভয় দেখায়, প্রাণে মারার হুমকিও দেয়!
অভিযোগ শুনে পুলিশ হতভম্ব হলেও নিয়ম মেনে তদন্তে নামে। অভিযোগকারীকে জেরা শুরু করলে তার কথায় ধরা পড়ে নানা অসঙ্গতি।
এরপর তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ভরসঙ্গভাই মানসিকভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরেই তার চিকিৎসা চলছে। তবে সম্প্রতি তিনি ওষুধ খাওয়া থামিয়ে দিয়েছিলেন।
কোন ফাঁকে এমন অদ্ভুত লিখিত অভিযোগ নিয়ে তিনি থানায় হাজির হয়েছেন, সেটি তার পরিবার বুঝতেও পারেনি!
-
সূত্র: আজকাল