কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়: বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, 'আমরা প্রতিবেশী। আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে। পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়।'
প্রতিবেশী হিসেবে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিতে গিয়ে আজ সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতের সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর। তাতে কারও স্বার্থ চরিতার্থ হবে না।
দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো 'সমস্যা নেই' বলে দাবি করেন জেনারেল দ্বিবেদী। তিনি বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও তাদের মধ্যে কথা হয়েছে।
তিনি বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো সমস্যা নেই। আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই, যখন 'নির্বাচিত সরকার' থাকবে।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতির কারণে দুই দেশের যৌথ সামরিক মহড়ার বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হলে তা আবার শুরু হবে।