ভ্যান গঘের ‘অদেখা’ পেইন্টিং প্রথমবারের মতো জনসমক্ষে
কিংবদন্তি ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি পেইন্টিং এক শতকেরও অধিককাল আড়ালে থাকার পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হতে যাচ্ছে।
বলা হয়ে থাকে, প্যারিস শহরকে ঘিরে আঁকা ওই পেইন্টিং এর আগে বলতে গেলে তেমন কেউই দেখেনি।
'স্ট্রিট সিন ইন মতঁমার্তে' শিরোনামের ওই ছবি ভ্যান গঘ ১৮৮৭ সালের বসন্তকালে এঁকেছিলেন। এর তিন বছর পরই 'আত্মহত্যা' করেন এই চিত্রশিল্পী।
প্যারিসের মতঁমার্তে অঞ্চলের রাস্তায় লোকজনের হেঁটে যাওয়ার দৃশ্য ফুটে রয়েছে ছবিটিতে। আগামী ২৫ মার্চ প্যারিসে এক নিলামের মাধ্যমে এটিকে বিক্রি করার আগে প্রথমবারের মতো উন্মুক্ত প্রদর্শন করা হবে।
নিলামকারী প্রতিষ্ঠান সোথবাইয়ের প্রত্যাশা, এর দাম ৬ থেকে ৮ মিলিয়ন ডলার উঠবে।
- সূত্র: সিএনএন