রান্নার হাঁড়িতে চেপে বিয়ের মণ্ডপে পৌঁছালো বর-কনে
দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালায় গত কয়েকদিন ধরে চলছে ভারীবর্ষণ ও ভূমিধস। বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট এবং অসংখ্য ঘরবাড়ি। এর মাঝেও নিজেদের বিয়ের তারিখ পরিবর্তনে অনিচ্ছুক ছিলেন আকাশ-ঐশ্বরিয়া জুটি। ফলে বড় আকৃতির রান্নার হাঁড়িতে চেপে, ভাসতে ভাসতেই বিয়ের মণ্ডপে পৌঁছানোর সিদ্ধান্ত নেন তারা।
পেশায় স্বাস্থ্যকর্মী আকাশ এবং ঐশ্বরিয়া কেরালা রাজ্যের থালাবাদি গ্রামে বিয়ে করেছেন সোমবার। বন্যায় তাদের বাড়ির রাস্তাঘাট ভেসে যাওয়ায় বিয়ের মণ্ডপে পৌঁছানোর জন্য তারা আশ্রয় নেন বড় আকৃতির একটি হাঁড়িতে। সে সময়ে তোলা তাদের কিছু ছবি পরবর্তীতে ব্যাপকভাবে শেয়ার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কেরালায় গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে মারাত্মক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।
নদীর পানি উপচে এসে সেতু এবং রাস্তাঘাট ভাসিয়ে নিয়ে গেছে। অনেক জায়গায় পুরো শহর এবং গ্রাম পার্শ্ববর্তী এলাকাগুলো থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
থালাবাদির যে ছোট্ট মন্দিরে আকাশ ও ঐশ্বরিয়ার বিয়ের মণ্ডপ নির্ধারণ করা হয়, সেই মন্দিরও প্লাবিত হয়েছিল আংশিকভাবে।
ফলে এই জুটি অন্য একটি স্থানীয় মন্দির থেকে রান্নার পাতিল জোগাড় করে তাতে চেপে বসেন এবং কয়েকজন সহযোগী পানির মধ্যে দিয়েই তাদেরকে গন্তব্যে টেনে নিয়ে যান।
কনে ঐশ্বরিয়া স্থানীয় সংবাদ চ্যানেল এশিয়ানেটকে বলেন, "বিয়ের অনুষ্ঠানটি যে এমন হবে, তা আমরা কখনো কল্পনাও করিনি"।
বর আকাশ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের দিন ঠিক হয় এবং তারা পূর্বনির্ধারিত সেই দিনটি কোনোভাবেই পেছাতে চাচ্ছিলেন না; কারণ চাকরি থেকে আবার কবে এমন লম্বা সময় ছুটি নিতে পারবেন তারা, সেটি ছিল সম্পূর্ণ অনিশ্চিত।
তাই রান্নার হাঁড়িই ছিল তাদের 'একমাত্র বিকল্প'।
- সূত্র-বিবিসি