হ্যারিকে যখন খুশি ফিরে আসার আহ্বান রানীর
যুক্তরাজ্যের উইন্ডসোর ক্যাসেলে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে চার ঘণ্টা মুখোমুখি আলাপ হয়েছে প্রিন্স হ্যারির। প্রিয় নাতিকে যখন মন চায়, রাজপরিবারে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন ৯৩ বছর বয়সী রানী। রোববারের এ ঘটনা মঙ্গলবার প্রকাশ করেছে ডেইলি মেইল।
জানা যায়, রোববার দুপুর ১১টায় উইন্ডসোর ক্যাসেলে পৌঁছেন হ্যারি। মার্চের শেষে রাজপরিবার থেকে নিজেকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, এদিন সেটি নিয়েই দাদীর সঙ্গে দীর্ঘ আলাপ করেছেন তিনি। প্রিন্স হ্যারির সেই সিদ্ধান্ত গ্রহণের পর এটিই এই দাদী-নাতির প্রথম দেখা হওয়া।
এ সময় প্রিন্সকে রানী আশ্বস্ত করেন, তার ফিরে আসার জন্য রাজপরিবারের দরজা সবসময়ই খোলা থাকবে।
রাজপরিবারের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, হ্যারির রাজ-দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত বর্ষিয়ান এই রানীকে খুবই বিষণ্ণ করেছে। নাতির সঙ্গে একান্ত আলাপ করে তিনি বুঝতে চেয়েছেন, সমস্যা কোথায়।
মূলত রাজপুত্রের সামনে রানী হিসেবে নয়, বরং আদুরে নাতির সামনে স্নেহময়ী দাদী হিসেবেই এদিন সময় কাটিয়েছেন দ্বিতীয় এলিজাবেথ।