‘সাইরেন বাজালে মেরে ফেলব’, অ্যাম্বুলেন্স চালকদের প্রতি কড়া নির্দেশ মাফিয়ার!
পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের সাইরেন একই রকম হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে ইতালির নাপোলি শহরের মাফিয়া সদস্যরা! নিজেদের 'কাজে বিঘ্ন ঘটানো'র দায়ে অ্যাম্বুলেন্সকে সাইরেন না বাজানোর নির্দেশ দিয়েছে তারা!
সাইরেন ও লাইট সিগন্যালের কারণে বেশ কিছু মাফিয়া সদস্যের হাতে হেনস্তা হয়েছেন বলে স্থানীয় পুলিশের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন কয়েকজন অ্যাম্বুলেন্স চালক।
করোনাভাইরাসের মারাত্মক শিকার ইউরোপিয়ান ওই দেশে সাম্প্রতিক সময়ে স্বভাবতই স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে অ্যাম্বুলেন্সের ব্যবহার। এ সময়ে সাইরেন ও লাইট সিগন্যালের কারণে অ্যাম্বুলেন্সকে পুলিশের গাড়ি ভেবে 'বাড়তি ঝামেলা পোহাতে' হচ্ছে মাফিয়াদের! এ কারণেই তারা সুযোগ পেলেই অ্যাম্বুলেন্স চালকদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
হুমকি পেয়ে ট্রমাটাইজ হয়ে পড়া এক অ্যাম্বুলেন্স চালক ইতালিয়ান গণমাধ্যমে জানিয়েছেন, একদিন তিনি সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন। এমন সময় একটি মোটরবাইকে চড়ে দুই লোক তার গতিরোধ করে। তাদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সের জানালায় আঘাত করে এবং ওই চালককে প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় আতঙ্কগ্রস্ত ওই চালক পুলিশকে ফোন করে নিজের নিরাপত্তার মিনতি জানান।
'তুমি সাইরেন বাজাতে পারবে না, এ কথা মাথায় ঢুকে না তোমার? সাইরেন বন্ধ করো, নয়তো গুলি করে মেরে ফেলব,' ওই অ্যাম্বুলেন্স চালককে বলেছিল সেই অস্ত্রধারী লোক দুটোর একজন।
জরুরি বিভাগের চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিয়ে কাজ করা একটি সংগঠনের স্থানীয় শাখার প্রধান মানুয়েল রুজ্জিয়েরো এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মাফিয়াদের এ ধরনের হুমকির কারণে নাপোলির কোথাও-কোথাও অ্যাম্বুলেন্স চালকরা অ্যাম্বুলেন্সের সাইরেন ও লাইট সিগন্যাল চালু রাখেন না।
'সানিতা ও ত্রাইয়ানো-সহ বিভিন্ন এলাকায় সাইরেন ও লাইট সিগন্যাল ব্যবহার না করতে আমরা ইতোমধ্যেই চালকদের প্রতি নির্দেশ দিয়েছি। এইসব এলাকা পার হওয়ার পরই সাইরেন ও লাইট সিগন্যাল ব্যবহার করেন তারা,' বলেন রুজ্জিয়েরো।
এই পরিস্থিতিতে মাফিয়ার বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকারভিত্তিতে গুরুত্ব দেওয়ার এবং অ্যাম্বুলেন্স চালকদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনীতিকরা।
- সূত্র: অডিটি সেন্ট্রাল