ইলন মাস্ককে নিয়ে গর্বিত নন বাবা ইরল মাস্ক, অন্য ছেলে কিম্বালেই গর্ব আর আনন্দ খুঁজে পান তিনি
সফল সন্তানকে নিয়ে কোন মা-বাবা গর্ববোধ করেন না? কিন্তু ইলন মাস্কের বাবা জানিয়েছেন, তিনি তার বিলিয়নিয়ার ছেলেকে নিয়ে গর্বিত নন।
সোমবার (১ আগস্ট) একটি অস্ট্রেলিয়ান রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ মনোভাবের কথা জানান ইরল মাস্ক। তিনি আরও জানিয়েছেন, ইলনের ছোটভাই কিম্বাল মাস্ককে নিয়েই তিনি বেশি গর্বিত।
কাইল অ্যান্ড জ্যাকি ও শো'র ২০ মিনিটের ওই সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেন ইরল মাস্ক। এ সময় উঠে আসে ইলনের ছোটভাই কিম্বালের প্রসঙ্গও।
ইলনকে নিয়ে গর্বিত কিনা এ প্রশ্নের জবাবে ইরল বলেন, 'না ... আমরা এমন একটা পরিবার, যার নানা ধরনের কার্যকলাপের লম্বা ইতিহাস আছে। এমন না যে আমরা হুট করে কিছু একটা করা শুরু করেছি।'
ছোটবেলা থেকেই বাবার সঙ্গে তিন ভাইবোন- ইলন, কিম্বাল, ও টোসকা- দেশবিদেশ ঘুরে বেড়িয়েছেন। 'তারা অনেক কিছু দেখেছে, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। কিন্তু ইলন আসলে... সে সীমা ছাড়িয়ে গেছে,' বলেন বাবা ইরল।
সিনিয়র মাস্ক জানান, ইলন মাস্ক কখনো নিজের কাজ নিয়ে বেশি খুশি ছিলেন না। কারণ কোম্পানির কাজ বিষয়ে ইলন সবসময় ভাবেন তিনি 'নির্ধারিত সময়সূচির পেছনে পড়ে গেছেন'।
'ইলন ভাবে আজকের সাফল্য আরও পাঁচ বছর আগে অর্জন করা উচিত ছিল,' বলেন ইরল।
স্পেইসএক্স-এর স্টারশিপ রকেট আরও আগে মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল ইলন মাস্কের। কিন্তু সেটা এখনও হয়ে ওঠেনি। কাজের অগ্রগতি নিয়ে তিনি হতাশ বলে জানিয়েছেন ইরল।
ইলনের ছোটভাই কিম্বালই তাকে 'আনন্দ ও গর্বে'র অনুভূতি দেয় বলে জানান ইরল। কিম্বালও বিলিয়নিয়ার বলে জানিয়েছেন তিনি।
তবে কিম্বাল মাস্ক আদতে বিলিয়নিয়ার কিনা সেটা নিশ্চিত নয়। ২০২১ সালে ফোর্বসের একটা নিবন্ধে প্রকাশিত তথ্য অনুযায়ী কিম্বালের মোট সম্পদের পরিমাণ ৭০০ মিলিয়ন মার্কিন ডলার।
ইরল মাস্ক আরও বলেন, ক্রিস্টিয়ানা উইলির সঙ্গে কিম্বালের বিয়ে খুবই সৌভাগ্যের ঘটনা কারণ তারা দুজনে একত্রে অনেক সময় কাটান।
ইলনের জন্য নিজের ক্যারিয়ার ত্যাগ করার মানসিকতা ধারণ করবে এমন কোনো সঙ্গিনী ইলন এখনও খুঁজে না পাওয়ার ব্যাপারও তাকে ভাবায় বলে জানিয়েছেন পিতা ইরল মাস্ক।
'তাকে এমন একজন নারীকে খুঁজে পেতে হবে যে কিনা নিজের ক্যারিয়ার বিসর্জন দেবে। এ কাজটা সহজ নয়,' বলেন ইরল।
ইলন মাস্ক তিনবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী জাস্টিন উইলসন ও অভিনেত্রী টালুলাহ রাইলি'র সঙ্গে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
এছাড়া সঙ্গীতশিল্পী গ্রাইমস, অভিনেত্রী অ্যাম্বার হার্ডসহ আরও অনেক সেলিব্রিটির সঙ্গে রোমান্টিক সম্পর্ক ছিল টেসলা ও স্পেইসএক্স বসের।
গত মাসে গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক থাকার কথা গণমাধ্যমে প্রকাশ পায়। তবে সে অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন বিশ্বের সর্বোচ্চ ধনী এ ব্যক্তি।
সূত্র: বিজনেস ইনসাইডার