এক্স-এ নিজের নাম বদলে ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ রাখলেন ইলন মাস্ক
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্স-এ নিজের নাম পরিবর্তন করে রেখেছেন 'কেকিয়াস ম্যাক্সিমাস'। এ নাম নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। খবর বিবিসির।
টেক মোগল এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের মানুষ ইলন মাস্ক তার এ নতুন নামের বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেননি। এছাড়া তিনি তার প্রোফাইলের ছবি পরিবর্তন করে পেপ দ্য ফ্রগ চরিত্রটির ছবি দিয়েছেন। পেপ দ্য ফ্রগ হলো একটি মিম যা ডানপন্থি গোষ্ঠীগুলো ব্যবহার করে থাকেন।
মাস্কের এই পদক্ষেপ ক্রিপ্টোকারেন্সির জগতে আলোড়ন তুলেছে। এর ফলে একই নামের একটি মিমকয়েন (যা ইন্টারনেট মিম দ্বারা অনুপ্রাণিত একটি ডিজিটাল মুদ্রা) এর মূল্য হঠাৎ বেড়ে গেছে।
এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করে মাস্ক আগেও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলেছেন। তবে এই নির্দিষ্ট মিমকয়েনের সঙ্গে তাঁর সরাসরি কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
'কেকিয়াস' শব্দটি সম্ভবত 'কেক' শব্দটির লাতিন রূপান্তর, যা গেমারদের মধ্যে জনপ্রিয় একটি শব্দ, যার অর্থ প্রায় 'লাফ আউট লাউড' (জোরে হাসি)। তবে সম্প্রতি এটি প্রায়শই উগ্র ডানপন্থীদের ব্যবহার করতে দেখা যাচ্ছে।
'কেক' প্রাচীন মিশরের অন্ধকারের দেবতার নামও। তাকে কখনও কখনও ব্যাঙের মাথা-যুক্ত রূপেও আঁকা হয়।
অনেকেই চলচ্চিত্র 'গ্ল্যাডিয়েটর'-এ দেখানো 'ম্যাক্সিমাস' শব্দটি রাসেল ক্রোর সাহসী চরিত্র, ম্যাক্সিমাস ডিসিমাস মেরিডিয়াসকে মনে করছেন।
এদিকে মাস্কের নতুন প্রোফাইল ছবিতে রয়েছে রোমান সামরিক পোশাক পরা পেপে চরিত্রটি। চরিত্রটির হাতে একটি গেম কনসোল রয়েছে বলে মনে করা হচ্ছে।