থানায় জব্দ ২০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে গাঁজাখোর ইদুঁর!
মাদক চোরাকারবারীদের কাছ থেকে জব্দ করে থানায় রাখা প্রায় ২০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। গতকাল (২৩ নভেম্বর) আদালতকে এই তথ্য জানিয়েছে রাজ্য পুলিশ। খবর বিবিসির।
জব্দকৃত গাঁজা প্রমাণস্বরূপ আদালতের কাছে উপস্থিত করার নির্দেশ দেওয়া হলে পুলিশ আদালতকে জানায়, 'থানায় রাখা জব্দকৃত ১৯৫ কেজি গাঁজার পুরোটাই ইঁদুর খেয়ে ফেলেছে।'
ইঁদুরের গাঁজা নিঃশেষ করার এমন তিনটি মামলার কথা উল্লেখ করেছেন বিচারক সঞ্জয় চৌধুরী। তিনি বলেন, 'ইঁদুর ক্ষুদ্র প্রাণী। পুলিশের ভয় নেই তাদের। ফলে ইঁদুরের হাত থেকে মাদক রক্ষা করা কঠিন।'
এমন আরেকটি ঘটনা ঘটেছে একই রাজ্যের মথুরা জেলায়। সেখানকার এক পুলিশ 'কিছু পরিমাণ' গাঁজা 'ইঁদুর খেয়ে ফেলেছে' উল্লেখ করে মামলা দায়ের করেন।
জব্দকৃত ৭০০ কেজির মধ্যে ৩৮৬ কেজি গাঁজা ইঁদুরে খেয়েছে বলে জানান বিচারক সঞ্জয়। তিনি বলেন, 'ইঁদুর অত্যন্ত ছোট প্রাণী হওয়ায় তাদের দমন করার মতো দক্ষতা পুলিশের ছিল না।'
'এমন নির্ভীক ইঁদুরের হাত থেকে গাঁজা রক্ষার একমাত্র উপায় ছিল এগুলো গবেষণাগার এবং বিভিন্ন ওষুধ সংস্থার জন্য নিলামে তোলা। নিলামে বিক্রি হওয়া মাদকের অর্থ সরকারি কোষাগারে যায়,' বলেন তিনি।
তবে মথুরা জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা এমপি সিং জানান, থানায় রাখা গাঁজা 'ভারী বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়েছে', ইঁদুরের কারণে নয়।
শুধু ভারতেই নয়, এমন ঘটনা ঘটেছে অন্য দেশেও।
২০১৮ সালে আর্জেন্টিনার এক থানার গুদাম থেকে আধা টন গাঁজা উধাও হয়ে যাওয়ায় ইঁদুরকে দায়ী করার পর আট কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। সে সময় দেশটির বিশেষজ্ঞরা পুলিশের এই দাবির বিরোধিতা করে বলেছিলেন, ইঁদুরের গাঁজা খেয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই। কারণ খেয়ে ফেললে গুদামটিতে অনেক ইঁদুরের মরদেহ পাওয়া যেত।
গাঁজা খেয়ে ফেললে এই তীক্ষ্ণদন্তী প্রাণীটির কী প্রতিক্রিয়া হয় তা পরীক্ষা করতে ২০১৯ সালে একটি গবেষণা চালানো হয়। তাতে দেখা যায়, গাঁজাযুক্ত ময়দা দেওয়ার পর ইঁদুরগুলো কম সক্রিয় হয়ে পরে এবং তাদের শরীরের তাপমাত্রা কমে যায়।
এর আগে ২০১৭ সালে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পুলিশ ইঁদুরকে বাজেয়াপ্ত হাজার হাজার লিটার মদ খাওয়ার জন্য দায়ী করেছিল।