বকেয়া ১ কোটি টাকা! তাজমহলকে নোটিশ ধরিয়ে দিল আগ্রা পৌরসভা
করের নোটিশ পেল তাজমহল! আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) কাছে পানি ও সম্পত্তি কর চেয়ে পাঠাল আগ্রা মিউনিসিপ্যালিটি। তাজমহলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।
সুপারিনটেনডেন্ট প্রত্নতত্ত্ববিদ রাজ কুমার প্যাটেল সংবাদমাধ্যমকে এই নোটিশের বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, সম্পত্তি কর হিসাবে ১.৪০ লক্ষ টাকা এবং পানি কর বাবদ এক কোটি টাকারও বেশি চেয়ে পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের জন্য এই নোটিশগুলি পাঠান হয়েছে। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ এএসআই-কে জানিয়েছে, সময় মতো বকেয়া কর পরিশোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার প্যাটেল জানান, এই প্রথম তারা এমন করের নোটিশ পেলেন। তার ধারণা, কোনোভাবে ভুল করে পৌরসভা কর্তৃপক্ষ এটি পাঠিয়েছে। কারণ স্মৃতিস্তম্ভগুলিকে কখনো কোনো কর দিতে হয় না।
তিনি বলেন, 'যেহেতু এই সম্পত্তির কোনো বাণিজ্যিক ব্যবহার নেই, সেহেতু সম্পত্তি করেরও কোনো প্রশ্নই ওঠে না।'
পৌরসভার কমিশনার নিখিল টি ফান্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তার দাবি, তাজমহলকে দেওয়া নোটিশ সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে একইসঙ্গে তিনি এটাও বলেন যে, সমস্ত সরকারি ও ধর্মীয় ভবনকে নির্বিশেষে কর দিতে নোটিশ পাঠান হয়েছে।
তাজমহলকে ১৯২০ সালে তৎকালীন ব্রিটিশ রাজ একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বজুড়ে ভারতে পর্যটনের অন্যতম প্রতীক তাজমহল। প্রতি বছর তাজমহল দেখতে ৬০ লক্ষেরও বেশি পর্যটক আসেন।