২০২২ সালে ভারতে সবচেয়ে বেশি অর্ডার হওয়া খাবার ‘বিরিয়ানি’
ভারতীয়দের বিরিয়ানিপ্রীতি সর্বজনবিদিত। দেশটির প্রায় সব অঞ্চলেরই নিজস্ব স্বাদের বিশেষ সংস্করণের বিরিয়ানি রয়েছে। লক্ষ্ণৌ বিরিয়ানি, হায়দরাবাদি বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি—ভারতের এরকম হরেক বিরিয়ানি স্বনামেই বিখ্যাত ও জনপ্রিয়।
ভারতীয়রা অনলাইন খাদ্য সরবরাহকারী অ্যাপগুলোতে দেদার বিরিয়ানি অর্ডার করেন। খাবারটি তারা এত বেশি অর্ডার করেন যে ২০২২ সালে অনলাইনে অর্ডার করা খাবারের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে বিরিয়ানি। খবর এনডিটিভির।
অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সুইগির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, ভারতীয়রা প্রতি মিনিটে ১৩৭টি বিরিয়ানি অর্ডার করেছেন সুইগিতে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ২.২৮ টি বিরিয়ানি। আর জোম্যাটোতে ভারতীয়রা মিনিটে ১৮৬টি বিরিয়ানি অর্ডার করেছেন।
সুইগির প্রতিবেদনে উঠে এসেছে, বিরিয়ানির মধ্যে সবচেয়ে বেশি অর্ডার দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি!
এই নিয়ে টানা সপ্তমবার সুইগিতে অ্যাপে সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের তালিকার শীর্ষস্থান দখল করল চিকেন বিরিয়ানি।
এছাড়া জোম্যাটোর ২০২২ সালে ট্রেন্ড রিপোর্ট অনুসারে, বিরিয়ানির পরই সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের নাম পিজ্জা। প্রতি মিনিটে ১৩৯টি পিজ্জা অর্ডার করেছেন ভারতীয়রা।
এছাড়া সর্বাধিক অর্ডার দেওয়া খাবারের তালিকায় ছিল মশলা দোসা, চিকেন ফ্রাইড রাইস, পনির বাটার মসলা, বাটার নানও।
মিষ্টির দিক থেকে এই তালিকার শীর্ষে আছে গোলাপজাম। প্রায় ২৭ লাখবার এই মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে ২০২২ সালে।
চলুন দেখে নেওয়া যাক জোম্যাটোতে ২০২২ সালে ভারতীয়রা কোন কোন খাবার সবচেয়ে বেশি অর্ডার করেছেন:
ভারতীয়রা সবচেয়ে বেশি অর্ডার করেছেন কোন খাবার?
• বিরিয়ানি। জোম্যাটোতে মিনিটে ১৮৬টি বিরিয়ানির অর্ডার এসেছে।
• দ্বিতীয় স্থানটি পিজ্জার—মিনিটে ১৩৯টি পিজ্জা অর্ডার করেছেন ভারতীয়রা।
সবচেয়ে বেশি অর্ডার করেছেন কে?
• ২০২২ সালে অঙ্কুর নামের দিল্লির এক বাসিন্দা ৩ হাজার ৩৩০টি অর্ডার করেছেন।
কোন গ্রাহক সবচেয়ে বেশি টাকা বাঁচিয়েছেন?
• মুম্বাইয়ের একজন গ্রাহক। ২০২২ সালে তিনি অর্ডারের ওপর ২ লাখ ৪৩ হাজার ৪৯০ রুপি বাঁচিয়েছেন।
ভারতের কোন শহর ডিসকাউন্ট সবচেয়ে বেশি ভালোবাসে?
• পশ্চিমবঙ্গের রায়গঞ্জ। এই শহরের ৯৯.৭ শতাংশ অর্ডারে প্রোমো কোড ব্যবহার করা হয়েছে।
জোম্যাটোতে সার্চ করা সবচেয়ে মজার প্রশ্নগুলো কী ছিল?
• ওরিও পাকোড়া—৪ হাজার ৯৮৮ সার্চ
• ইলন মাস্ক খাবার—৭২৪ সার্চ
• ইয়ে কোহলি কিয়া খাতা হ্যায় (এই কোহলি কী খান?)—১ সার্চ