দৈনিক গাঁজা সেবনে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে ৩৪%: গবেষণা
যারা কখনোই গাঁজা সেবন করেনি, তাদের তুলনায় দৈনিক গাঁজা সেবনকারীদের হৃদরোগ বা করোনারি আর্টারি ডিজিজের (সিএডি) ঝুঁকি বাড়তে পারে ৩৪ শতাংশ।
ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার এক নতুন গবেষণা থেকে জানা গেছে এ তথ্য।
হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীর নালীতে প্লাক জমা হওয়ার কারণে করোনারি আর্টারি ডিজিজ হয়ে থাকে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, সিএডি হলো সবচেয়ে সাধারণ ধরনের হৃদরোগ।
আমেরিকার ৩৮টি স্টেটে বর্তমানে গাঁজার ব্যবহার বৈধ। তবে, এর দীর্ঘমেয়াদী ব্যবহারের পরিণতি সম্পর্কে এখনও চলছে গবেষণা।
দেশটির 'অল অফ আস' রিসার্চ প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যক্তিদের উপর চালানো হয় গবেষণাটি। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ পরিচালিত এ প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দেশটির ১ মিলিয়ন বা তারচেয়েও বেশি লোকের থেকে সময়ে সময়ে স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ করা যায়।
গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গাঁজা সেবন করতেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় ৩৪% বেশি।
অন্যদিকে, যারা মাসে একবার বা তার কম গাঁজা সেবন করেন তাদের ক্ষেত্রে হৃদরোগের তেমন ঝুঁকি দেখা যায়নি।
এর আগে ২০২০ সালে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সতর্ক করেছিল, হৃদপিণ্ড, ফুসফুস এবং রক্তনালীর ক্ষতি হওয়ার ঝুঁকি থাকায় গাঁজাসহ যে কোনো প্রকারের ধূমপান এড়িয়ে চলা উচিত।