সিঙ্গাপুরে স্ত্রীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা; স্বামীর ৪ বছরের কারাদণ্ড
চেয়েছিলেন নিজের স্ত্রীকে ফাঁসিয়ে জেলে পুরতে, এজন্য গাড়ির ভেতরে লুকিয়ে রাখেন আধা কেজিরও বেশি গাঁজা। কিন্তু ধরা পড়ে স্বামী নিজেই এখন জেলে!
এমনটাই ঘটেছে সিঙ্গাপুরের ৩৭ বছর বয়সি তান জিয়াংলং এর সাথে। স্ত্রীকে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে ৪ বছরের সাজা হয়েছে তার।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২১ সালে বিয়ে করেন তান। কিন্তু এক বছর যেতে না যেতেই স্ত্রীর সাথে দেখা দেয় মনোমালিন্য, আলাদা থাকতে শুরু করেন তারা।
তবে সিঙ্গাপুরের আইন অনুসারে, ন্যূনতম তিন বছর হওয়ার আগে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হয় না। তাই তান ভেবেছিলেন, স্ত্রীকে অপরাধমূলক কর্মকাণ্ডে ফাঁসিয়ে দিলে হয়ত সহজেই বিচ্ছেদের আবেদন করতে পারবেন। স্ত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে সহজেই ডিভোর্স পাওয়ার পরিকল্পনা সাজান তিনি।
বিশ্বের সবচেয়ে কঠোর মাদক বিরোধী আইন সিঙ্গাপুরে। এই সুযোগকেই কাজে লাগান তান।
গতবছর নিজের বর্তমান প্রেমিকাকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছিলেন, তার স্ত্রীকে ফাঁসানোর জন্য একটি নিখুঁত পরিকল্পনা সাজিয়েছেন তিনি। যেই ভাবনা সেই কাজ।
১৬ অক্টোবর, একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ৫০০ গ্রাম গাঁজা কেনেন তান। পরের দিন স্ত্রীর গাড়িতে রাখতে যান সেই গাঁজার পোটলা।
তবে, স্ত্রীর গাড়িতে যে একটা ক্যামেরা আছে সেটা মনে নেই তার। এখানেই পণ্ড হয় সকল আয়োজন। গাড়িতে থাকা ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তার স্ত্রীর নিকট একটি মেসেজ পাঠায়— তার গাড়িতে 'পার্কিং ইমপ্যাক্ট' হয়েছে।
লাইভ ভিডিওতে তানকে গাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে রিপোর্ট করেন তার স্ত্রী। তদন্তের স্বার্থে শুরুতে তার স্ত্রীকে গ্রেপ্তার করলেও, ভিডিও দেখার পর পুলিশ নিশ্চিত হয় যে এটি তার স্বামীর কাজ। ফলে গ্রেপ্তার হন তান।
তানের আইনজীবীর অবশ্য দাবি, তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। কিন্তু আদালত এই দাবি প্রত্যাখ্যান করে এবং ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী তিনি কোনো মানসিক রোগে ভুগছেন না বলে রায় দেন।
সিঙ্গাপুরে মাদকদ্রব্য ধারণার জন্য কারাদণ্ড এবং মাদক পাচারের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গতবছরই, সিঙ্গাপুর দুইজন মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড প্রদান করে।
তানের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো, কিন্তু তিনি মামলার প্রক্রিয়ায় সহযোগিতা এবং দ্রুত দোষ স্বীকার করায় তার শাস্তি কমিয়ে দেয়া হয়েছে। গাঁজা বহন ও অন্যায় ভাবে অন্যকে ফাঁসানোর অভিযোগে আদালত তানকে ৩ বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন