রান্নার প্রতিযোগিতায় দোকান থেকে বিরিয়ানি নিয়ে হাজির হলেন প্রতিযোগী!
পাকিস্তানে একটি রান্নার প্রতিযোগিতায় জনৈক নারী প্রতিযোগী দোকান থেকে বিরিয়ানি এনে বিচারকদের সামনে পরিবেশন করার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 'দ্য কিচেন মাস্টার' নামের সেই রান্নার শো'তে প্রতিযোগী তার এলাকার 'সেরা দোকান' থেকে বিরিয়ানি কিনে এনে হাজির হয়েছিলেন। ভিডিও প্রকাশের পরপরই এ নিয়ে ব্যাপক ট্রলের শিকার হন ওই নারী।
এদিকে দোকান থেকে আনা বিরিয়ানি দেখে অবাক হয়ে যান বিচারকরা এবং তাকে প্রত্যাখান করেন। কিন্তু প্রতিযোগিতা ছেড়ে যেতে অস্বীকৃতি জানান ওই প্রতিযোগী। তিনি দাবি করেন, তাকে বলে দেওয়া হয়নি যে এই শো'তে নিজের হাতে রান্না করা খাবারই আনতে হবে। কিন্তু তথ্য জানার পরেও তিনি প্রতিযোগিতা ছেড়ে যেতে রাজি হননি। এমনকি তার নাছোড়বান্দা ভাব দেখে ক্ষুদ্ধ হয়ে একজন বিচারক তার আসন ছেড়ে উঠে চলে যান।
ওই প্রতিযোগী জানান, তিনি কষ্ট করে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে এই বিরিয়ানি পার্সেল করে এনেছেন যাতে বিচারকদের সামনে পরিবেশন করতে পারেন। তার এই হাস্যকর প্রতিক্রিয়া দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে একেবারেই বোকা বলছেন, আবার কেউ কেউ তার 'আত্মবিশ্বাস' এর তারিফ করছেন!
জনৈক টুইটার ব্যবহারকারী ভাইরাল হওয়া ভিডিওর নিচে কমেন্ট করেছেন- "তার এই প্রতারণার ঘটনা দিয়ে সুইগি একটা দারুণ বিজ্ঞাপন বানিয়ে ফেলতে পারে।" আরেকজন লিখেছেন- "অদ্ভুত! এটা তো এক অন্য মাত্রার বিনোদন। তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন- "এটা দেখে আমি এত হেসেছি!"
কেউ কেউ প্রতিযোগিতার এই এপিসোডকে 'মাস্টারশেফ X রোডিস' বলে অভিহিত করে বলেছেন- "যখন আপনি মাস্টারশেফ প্রতিযোগিতাকে রোডিস অডিশন ভেবে ভুল করেন।"। আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন- "আমার জীবনে এই ধরনের আত্মবিশ্বাসই দরকার।"
নেটিজেনদের একজন আবার সেই প্রতিযোগীর কাণ্ডে দুটি পয়েন্ট বের করেছেন- ১. 'আমি এত কষ্ট করে নিয়ে এসেছি', ২. 'আমি এটা বানাতে পারি'।
পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে ইঙ্গিত করে নেটিজেনদের একজন লিখেছেন- "তার এই বিরিয়ানি কেনার সামর্থ্য আছে, এটাই তো পাকিস্তানে এক বড় অর্জনস্বরূপ...উনাকেই জিতিয়ে দিন!"