পোষা সাপ নিয়ে সার্ফিং করতে নেমে জরিমানা গুণলেন অস্ট্রেলিয়ান নাগরিক!
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে পোষা সাপ নিয়ে সাগরে সার্ফিং করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী কর্তৃপক্ষ। খবর বিবিসির।
হিগর ফিউজা নামের ওই ব্যক্তির পোষা সাপ 'শিবা' ব্রেডলি কার্পেট পাইথন প্রজাতির সাপ। চলতি মাসের শুরুতে গলায় সাপ নিয়ে ফিউজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর নিজের সাপের সঙ্গে সঙ্গে তিনিও স্থানীয় সেলিব্রেটি হয়ে ওঠেন।
কিন্তু তাদের এই স্বল্পস্থায়ী খ্যাতি বন্যপ্রাণী সুরক্ষা কর্মকর্তাদেরও সতর্ক করে দেয়। তারা বলছেন, ফিউজা সাপটিকে বিপদের মুখে ফেলে দিয়েছিলেন এবং জনসমক্ষে নিয়ে গিয়ে সাপ রাখার অনুমতি লঙ্ঘন করেছেন।
কুইন্সল্যান্ডের পরিবেশ ও বিজ্ঞান বিভাগ বলছে, স্থানীয় গণমাধ্যমে ফিউজার সাপ নিয়ে সার্ফিং করার ভিডিও চোখে পড়ার পর তারা তদন্ত শুরু করেন এবং চলতি সপ্তাহে তাকে ২৩২২ অস্ট্রেলিয়ান ডলার (১৪৯৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়।
বন্যপ্রাণী কর্মকর্তা জোনাথন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, নেটিভ পোষা প্রাণীকে জনসমক্ষে নিয়ে গেলে এটি তাদের জন্য 'অপ্রয়োজনীয় চাপ' সৃষ্টি করতে পারে এবং এর ফলে তারা 'অনাকাঙ্ক্ষিত আচরণ' করতে পারে।
"সাপ অবশ্যই ঠান্ডা রক্তের প্রাণী এবং সাঁতার জানা সত্ত্বেও তারা সাধারণত পানি এড়িয়ে চলে। ওই সাপটিকে যখন পানিতে নামানো হয়, সাগরের পানি এর কাছে খুবই ঠান্ডা মনে হওয়ার কথা। একমাত্র সামুদ্রিক সাপেরই পানিতে থাকতে কোনো সমস্যা হয় না", যোগ করেন তিনি।
এছাড়াও, এ ঘটনার ফলে জনসাধারণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এবং অজগরটির স্থানীয় বন্যপ্রাণীদের মধ্যে রোগ ছড়িয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে বলে জানান ম্যাকডোনাল্ড।
তবে ফিউজা এর আগে স্থানীয় গণমাধ্যমকে বলেছিলেন যে, তার পোষা সাপ শিবা পানি পছন্দ করে এবং অন্তত ১০বার তার সঙ্গে সার্ফিং করেছে।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে ফিউজা বলেন, "আমি সবসময়ই সাপটিকে সমুদ্রসৈকতে নিয়ে আসি এবং সে পানি ভালোবাসে। তাই আমি একদিন তাকে সার্ফিং করতে নিয়ে আসার সিদ্ধান্ত নেই।"
"যখন সে কোনোকিছু পছন্দ করে না তখন হিস হিস শব্দ করে; কিন্তু পানিতে নামলে সে এরকম শব্দ করে না, বরং খুব ভালো মেজাজে থাকে", বলেন তিনি।
প্রসঙ্গত, শিবাই রেইনবো বে সমুদ্রসৈকতে সার্ফিং করতে গিয়ে খ্যাতি পাওয়া প্রথম প্রাণী নয়। এর আগে 'ডাক' নামের একটি হাঁসও এখানে সার্ফিং করেছে, এমনকি একবার এটি অস্ট্রেলিয়ান সার্ফিং চ্যাম্পিয়ন স্টেফ গিলমোরের সার্ফবোর্ডেও উঠে পড়েছিল।