আচরণবিধি ভেঙে শাস্তির খড়গে তানজিম সাকিব
কদিন আগে ম্যাচের পর মাঠে বিবাদে জড়িয়ে শাস্তি পান তামিম ইকবাল। আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে ফরচুন বরিশালের অধিনায়ককে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়, আনুষ্ঠানিকভাবে সতর্কও করা হয়। একই কারণে এবার শাস্তি পেলেন তানজিম হাসান সাকিব। সিলেট স্ট্রাইকারর্সের ডানহাতি এই পেসারের আরও বড় শাস্তি হয়েছে।
তানজিমকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। রোববার বিপিএলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচের এক ঘটনায় তানজিমের বিরুদ্ধে লেভেল-২ কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
এ কারণে তাকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি এহসানুল হক। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। স্থানীয় এই ম্যাচ রেফারি বলেন, 'আমরা তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি। পাশাপাশি তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।'
খুলনার রান তাড়ায় ১৯তম ওভারে ঘটনাটি ঘটে। তানজিমের একটি স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে পরাস্থ হন খুলনার পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, আউট হয়ে যান তিনি। প্রতিপক্ষ ব্যাটসম্যান আউট করে সামনে এগিয়ে যান তানজিম। ফিরে যাচ্ছিলেন নওয়াজ, এমন সময় নওয়াজের কাঁধে নিজের কাঁধ দিয়ে ধাক্কা দেন সাকিব।
এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, দুজনকেই তেড়ে যেতে দেখা যায়। সতীর্থরা দূরে সরিয়ে নিয়ে গিয়ে তানজিমকে শান্ত করেন। সিলেটের একজন ফিল্ডার নওয়াজকে কিছুটা পথ এগিয়ে দিয়ে আসেন। ম্যাচের পর সিলেটের অধিনায়ক আরিফুল হক জানান, পেসার হওয়ায় এমন আগ্রাসন দেখিয়েছেন তানজিম। বিষয়টি কেবলই ওই মুহূর্তের ব্যাপার। ম্যাচে খুলনাকে ৮ রানে হারায় সিলেট।