প্রতি রাতে ঘর গুছিয়ে দিচ্ছে ইঁদুর!
অবসরপ্রাপ্ত পোস্টম্যান রডনি হলব্রুক নিজে সৌখিন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার হলেও, এমন কিছু কখনো তাকে ভিডিও করতে হবে তা তার চিন্তারও অতীত ছিল।
অবশেষে তার সঙ্গে ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য ঘটনার ভিডিও প্রকাশ করেছেন মি. হলব্রুক। আর এই ভিডিও দেখে তাজ্জব পুরো নেট দুনিয়া।
হলব্রুকের করা ভিডিওতে দেখা যায়, একটি বড়সড় ইঁদুর তার মুখে করে টেনে টেনে একটি টেবিলের উপরের সব জিনিসপত্র একটি বাক্সে নিয়ে গুছিয়ে রাখছে।
হলব্রুকের সন্দেহের সূত্রপাত হয় যখন আগের রাতের অগোছালো জিনিসগুলো পরেরদিন রহস্যজনকভাবে ঠিক জায়গায় রাখা দেখেন। এতে রীতিমতো অবাক হয়ে যান তিনি।
এরপরই তিনি তার ওয়ার্কবেঞ্চে একটি নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে রাখেন। আর এতেই ধরা পড়ে এই আশ্চর্য দৃশ্য।
ভিডিওতে দেখা যায়, একটি ইঁদুর কাপড় শুকানোর ক্লিপ, বোতলের কর্ক, বাদাম ও বোল্টগুলো তুলে একটি বক্সের ভেতর রাখছে।
এরপর থেকে তিনি এই ইঁদুরটির ডাকনাম দিয়েছেন ওয়েলশ টিডি মাউস।
ওয়েলসের পাউইসের বিলথ ওয়েলসের বাসিন্দা ৭৫ বছর বয়সী এই ব্যক্তি জানান, দুই মাস ধরে ইঁদুরটি এভাবে তার ঘর পরিষ্কার করছে।
তিনি বলেন, ''প্রথমে আমি লক্ষ্য করলাম পাখিদের জন্য আমি যেসব খাবার রেখেছিলাম, তা পুরনো জুতার মধ্যে রাখা।''
তিনি আরও বলেন, '১০০ বারের মধ্যে ৯৯ বারই ইঁদুরটি সারারাত ধরে ঘর পরিষ্কার করে।''
রডনি হলব্রুক বলেন, ''এটা সত্যিই অবিশ্বাস্য যে ইঁদুরটি সব জিনিস তার যথাস্থানে নিয়ে রাখছে। আমার মনে হয় কাজটি সে খুব উপভোগ করছে।''
তিনি মনে করেন, ইঁদুরটি বাদাম লুকানোর জন্য জিনিসগুলো জড়ো করছে, আর কাজটি উল্টো তার নিজের কাজে লাগছে।
মি. হলব্রক বলেন, ''এখন আর আমার ঘর পরিষ্কার করা লাগে না। আমি আমার জিনিসপত্র বাক্সের বাইরে রাখি, সকালের মধ্যে এগুলোকে ঠিক জায়গায় রেখে দেয় সে (ইঁদুরটি)।''
এই ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার বলেন, ''কোনো কিছুতেই ইঁদুরটির সমস্যা হয়না। এমনকি সে মুখে করে তার বয়ে এনে বক্সের মধ্যে রাখে।''
হলব্রুক বলেন, ''আমি বিষয়টি নিয়ে কিছুটা এক্সপেরিমেন্টও করেছি। সব ধরনের জিনিস বহন করতে পারে কি না তা যাচাই করতে আমি ডেস্কে বিভিন্ন জিনিস রেখে দিতাম।''
তিনি জানান, এর আগেও তিনি ঘর গোছানো ইঁদুর দেখেছেন।
২০১৯ সালে ব্রিস্টলে থাকার সময় তার বন্ধু তার কাছে একটি নাইট ক্যামেরা ঠিক করার জন্য আনে। এরপর তিনি তার বন্ধুর বাসায় একটি ক্যামেরা রাখেন। তাতে রেকর্ড হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ইঁদুর তার বন্ধুর টেবিলে রাখা নাইট ক্যামেরা এবং অন্যান্য জিনিস একটি বক্সে নিয়ে রাখছে।
তিনি বলেন, ''এই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং সারা বিশ্বের মানুষ তা দেখেছিল।''
মি. হলব্রুক বলেন, ''তাই আমি বিশ্বাস করতে পারছি না বিল্ট ওয়েলসেও আমি কয়েক বছর পরে একই জিনিস ঘটতে দেখছি।''
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি