ভালোবাসা দিবসে হাতির পিঠে চড়ে বিয়ে করলেন থাইল্যান্ডের ৯ দম্পতি
এবার ব্যতিক্রমভাবে ভালোবাসা দিবস উদ্যাপন করলেন থাইল্যান্ডের ১৮ জন তরুণ-তরুণী।
ভালোবাসা দিবসে এই তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে হাতিতে চড়ে এক গণ বিয়েতে অংশ নেয়।
৩৬ বছর বয়সী নববধূ নারুমন কমগপানোয় বলেন, 'এই অনুষ্ঠান পবিত্র, তাই সবাই হাতির পিঠে চড়ে বিয়ে করতে চায়।'
তিনি বলেন, থাইল্যান্ডে হাতিকে গৃহস্থালি ও নাগরিক সঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি জাতীয় সমৃদ্ধির প্রতীকও মনে করা হয় এই প্রাণীকে।
রাজধানী ব্যাংকক থেকে প্রায় দুই ঘণ্টার দূরের চোনবুরি প্রদেশের নং নুচ ট্রপিক্যাল গার্ডেনের মধ্য দিয়ে ৯টি দম্পতিকে বহনকারী হাতির বহর ধীর গতিতে এগিয়ে যায়।
ঐতিহ্যবাহী পোশাকে নৃত্যশিল্পীরা শোভাযাত্রার নেতৃত্ব দেন।
নববিবাহিত দম্পতিদের এই বহরে স্থানীয় একজন সরকারি কর্মকর্তাও উপস্থিত ছিলেন। তিনিও হাতির উপর বসেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
হাতি থাইল্যান্ডের জাতীয় পশু।
একসময় সৌভাগ্যের প্রতীক হিসেবে থাই পতাকায় একটি সাদা হাতির ছবি ছিল।
৩৬ বছর বয়সী বর জিরাত সোমপ্রাসাং বলেন, 'আমার খুব খুশি লাগছে। আজ ভালোবাসার দিন, তাই এদিন আইনগতভাবে স্ত্রীকে পেয়ে ভালো লাগছে।'