ঝাড়খণ্ড থানায় মাদক মামলার ৯ কেজি গাঁজা ও ১০ কেজি ভাং নষ্ট করে ফেলেছে ইঁদুর, দাবি পুলিশের!
থানায় মামলার আলামত হিসেবে রাখা ৯ কেজি গাঁজা এবং ১০ কেজি ভাং নষ্ট করে ফেলেছে ইঁদুর। সম্প্রতি এমন কান্ডই ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলায়।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর রাজগঞ্জ থানা পুলিশ শম্ভু প্রসাদ আগরওয়াল ও তার ছেলেকে ১০ কেজি ভাং ও ৯ কেজি গাঁজাসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় একটি এফআইআর দায়ের করা হয়।
ওই মামলার শুনানি চলছিল ঝাড়খণ্ডের নিম্ন আদালতে। বিচার চলাকালীন আদালত মামলার তদন্ত কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদকে ৬ এপ্রিল, বাজেয়াপ্তকৃত ভাং ও গাঁজা আদালতে হাজির করার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর গত শনিবার প্রধান জেলা ও দায়রা জজ রাম শর্মার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ।
ওই কর্মকর্তা তার প্রতিবেদনে বলেন, ইঁদুর থানার মালখানায় (গুদাম) মজুদ করা মাদকদ্রব্য সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে থানায় একটি রিপোর্টও দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এই মামলায় আসামিপক্ষের আইনজীবী অভয় ভাট বলেন, 'শনিবার রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদ নির্দেশ পেয়ে আদালতে হাজির হয়ে বলেন, ইঁদুর সমস্ত বাজেয়াপ্ত আলামত নষ্ট করে দিয়েছে।'
যেহেতু পুলিশ বাজেয়াপ্ত করা আলামত প্রদর্শন করতে পারেনি, তাই আসামিপক্ষের এ আইনজীবী দাবি করছেন যে তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন