ঢামেক মর্গে মিলেছে গণঅভ্যুত্থানে শহীদ ৬ জনের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আরও ছয়টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। হাসপাতালের জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল আজ শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
মর্গে থাকা লাশগুলোর মধ্যে পাঁচজনের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ২০ থেকে ৩০ বছর বয়সি চারজন পুরুষ ও ৩২ বছর বয়সি এক নারী রয়েছেন। বাকি একজনের নাম এনামুল (২৫)।
বিশেষ সেলের সেক্রেটারি হাসান ইনাম বলেন, ''রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা জানতে পারি, ঢামেক হাসপাতালে গণঅভ্যুত্থানে শহীদ ছয়জনের বেওয়ারিশ মরদেহ রয়েছে। শুক্রবার সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন।''
তিনি বলেন, "মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে 'আঘাতজনিত কারণে মৃত্যু'। একজনের মৃত্যুর কারণ হিসেবে 'ওপর থেকে নিচে পড়ে মৃত্যু' লেখা হয়েছে। মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে।''
তিনি আরও বলেন, ''শাহবাগ পুলিশ আমাদের জানিয়েছে যে লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। তাই আমরা বিশ্বাস করি যে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ। তবে মরদেহগুলো কবে এখানে আনা হয়েছে, পুলিশ তা স্পষ্ট করেনি।''
কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।