রাতে ‘চুরি’ করতে গিয়ে বইয়ের নেশায় মগ্ন, সকালে মালিকের কাছে ধরা
গিয়েছিলেন এক বাড়িতে চুরি করতে, অথচ বইপ্রেমী চোর বুঁদ হয়ে গেলেন বইয়ের নেশায়। গ্রিক পুরাণের একটি বই দেখে আর লোভ সামলাতে পারেননি তিনি। চুরিও যে করতে হবে সেদিকে হুঁশ নেই তার। ফলে যা হওয়ার তা-ই হলো। ধরা পড়ে বেচারা এখন শ্রীঘরে।
সম্প্রতি এমন অদ্ভুত কাণ্ডই ঘটেছে ইতালির রাজধানী রোমে। ইতালিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইতালির গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ৩৮ বছর বয়সী এই ব্যক্তি চুরির উদ্দেশ্যে রোমের প্রাতি জেলার একটি ফ্ল্যাটে ব্যালকনি দিয়ে প্রবেশ করেন। তবে চুরি করতে গিয়ে শোবার ঘরের বিছানার টেবিলে রাখা গ্রিক পুরাণ নিয়ে লেখা হোমারের 'ইলিয়াড' বইটির ওপর চোখ পড়ে তার। চুরি রেখে বইটি পড়া শুরু করেন।
ফ্ল্যাটের ৭১ বছর বয়সী মালিক ঘুম থেকে উঠে চোরকে বইয়ে মগ্ন অবস্থায় দেখে চমকে ওঠেন। বইপ্রেমী চোরকে হাতেনাতে ধরে ফেলেন।
এ ঘটনা শুনে অভিভূত হয়েছেন বইটির লেখকও। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে লেখক জিওভান্নি নুচ্চি বলেন, ওই চোরকে বইটির একটি অনুলিপি পাঠাবেন, যাতে সে তার পড়া শেষ করতে পারে।
লেখক আরও বলেন, "এটি একটি অদ্ভুত ঘটনা, কিন্তু এর মধ্যেও মানবতার ছোঁয়া রয়েছে।"
ধরা পড়ার পর চোরটি যেই বেলকনি দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেছিল, সেই একই বেলকনি দিয়ে পালানোর চেষ্টা করে। তবে খুব দ্রুতই তাকে পুলিশ ধরে ফেলে।
গ্রেপ্তারের পর চোরটি পুলিশকে জানায়, সে তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে ভবন বেয়ে ওপরে উঠেছিল। তার ভাষায়, "ভেবেছিলাম, সেখানে এক রাত থেকেই চলে যাব। কিন্তু বইটি চোখে পড়তেই পড়ার লোভ সামলাতে পারিনি। তাই সেটি পড়তে শুরু করি"।
"দ্য গডস অব সিক্স ও'ক্লক" বইটি মূলত দেবতাদের চোখে হোমারের ইলিয়াডের একটি ব্যাখ্যা।
স্থানীয় সংবাদমাধ্যম মেসেজারোকে নুচ্চি বলেন, "এটি দুর্দান্ত! আমি এই ব্যক্তিকে খুঁজে পেতে চাই এবং বইয়ের একটি কপি তাকে দিতে চাই। কারণ, সম্ভবত সে বইটি অর্ধেক পড়ার পরই আটক হয়েছে। আমি চাই সে এটি পড়ে শেষ করুক।"
গ্রেপ্তারের সময় চোরের কাছে থাকা একটি ব্যাগে কিছু দামি জামাকাপড় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সেগুলো একই ভবনের অন্য একটি ফ্ল্যাট থেকে সেদিন সন্ধ্যায় চুরি করা হয়েছে।
নুচ্চি মজা করে আরও বলেন, তার প্রিয় দেবতা হলেন হার্মেস, যিনি চোরদের দেবতা।
"একইসঙ্গে তিনি সাহিত্যেরও দেবতা। সবকিছু যেন ঠিকই মিলে যাচ্ছে," বলে তিনি মন্তব্য করেন।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন