টেক্সাসে মাছ-বৃষ্টি: আকাশ থেকে পড়লো মাছ, ব্যাঙ, কাঁকড়া!
চলতি সপ্তাহের শুরুর দিকে টেক্সাসের টেক্সারকানায় মাছ-বৃষ্টির কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। ফেসবুকে এই ঘটনার লাইভ ভিডিও পোস্ট করেন কয়েকজন।
মাছ-বৃষ্টি অস্বাভাবিক হলেও এই ঘটনার ব্যাখ্যা রয়েছে।
মাছগুলো মূলত শক্তিশালী ঘূর্ণি স্রোত ও তীব্র বাতাসের চাপে উপরের দিকে উঠে যায়।
টেক্সারকানা শহরের সরকারি ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়, "মাছ-বৃষ্টি তখনই হয়, যখন কোনও জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণি ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই পড়তে শুরু করে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। টেক্সারকানা শহরের বহু বাসিন্দা আজ এই ঘটনার সাক্ষী।"
সেদিনের বৃষ্টিতে মাছের সঙ্গে ছিল ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও।
তবে শুধুমাত্র টেক্সাসই নয়। ২০১৭ তে ক্যালিফোর্নিয়াতেও একইরকম ঘটনা ঘটে। ওরোভিলের প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মাছ-বৃষ্টি হয়। এছাড়া, গত ৩০ বছরে অন্তত তিনবার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে লাজামানু শহরে মাছ-বৃষ্টির ঘটনা ঘটে।
- সূত্র: সিএনএন