বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন ইলন মাস্ক, অনেকদূর পিছিয়ে বেজোস!
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সম্প্রতি নতুন এক সমীক্ষায় এই তথ্য জানানো হয়।
নতুন সমীক্ষা-অনুমান অনুযায়ী, আর মাত্র বছর দুয়েকের মধ্যেই ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে। এদিকে ৫০ বছর বয়সী মাস্ক রেকর্ড গড়ার দিকে দ্রুতগতিতে এগিয়ে গেলেও, মাস্কের চিরপ্রতিদ্বন্দ্বী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এ তালিকায় বেশ পিছিয়েই আছেন। ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে বেজোসের অবস্থান সাত নম্বরে।
এই মুহূর্তে ২৬৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর আসনটি ইলন মাস্কের দখলে। সেই সাথে তার সম্পদের বার্ষিক গড় বৃদ্ধি ১২৯ শতাংশ!
একসময় বেজোসকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে অনুমান করা হলেও, নতুন সমীক্ষাটি বলছে, ২০৩০ সালের আগে বেজোসের সেই মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা নেই।
আরও বলা হয়েছে, বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গ্রুপের মালিক ও ভারতীয় বিলিয়নিয়ার গৌতল আদানি এবং তার পরিবার বর্তমানে যে হারে নিজেদের সম্পদ বৃদ্ধি করছেন; তাতে ইলন মাস্কের এক বছর পর ২০২৫ সালে তারাও ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখাবেন।
বেইজিং বাইটডান্স টেকনোলজি কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঝ্যাং ইমিং আছেন তালিকার তৃতীয় স্থানে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে ৪২ বছর বয়সে তিনিও একজন ট্রিলিয়নিয়ার হবেন। এর মাধ্যমে তিনিই হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ ট্রিলিয়নিয়ার ব্যক্তিত্ব।
পিছিয়ে নেই আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিও। তালিকার চতুর্থ স্থানে আছেন তিনি। আম্বানি ২০২৯ সালে ৬৪ বছর বয়সে ট্রিলিয়নিয়ার হবেন বলে ধারণা করা হচ্ছে।
আম্বানির সাথে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন লাক্সারি ফ্যাশন হাউজ ব্র্যান্ড লুই ভ্যুতো'র চেয়ারম্যান ও প্রধান কার্যনির্বাহী বার্নার্ড আর্নল্ট। তিনিও ২০২৯ সালেই ট্রিলিয়নিয়ার হওয়ার সম্মান গৌরব অর্জন করবেন বলে অনুমান করা হয়েছে ঐ সমীক্ষায়।
সূত্র: দ্য ইউএস সান