গিনেস রেকর্ডধারী বিশ্বের সবচেয়ে লম্বা পরিবারটির গড় উচ্চতা কত জানেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি পরিবারকে বিশ্বের সবচেয়ে লম্বা পরিবার হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
ট্র্যাপ পরিবার নামের ওই পরিবারে পাঁচজন সদস্য রয়েছেন। এদের নাম স্কট, ক্রিসি, সাভানা, মলি, ও অ্যাডাম। তাদের গড় উচ্চতা ২০৩.২৯ সেন্টিমিটার বা ছয় ফুট ৮.০৩ ইঞ্চি।
গিনেস রিপোর্টার অ্যালিসিয়ামারি'র তথ্য অনুসারে, ওই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য, ২২ বছর বয়সী অ্যাডাম ট্র্যাপের উচ্চতা ২২১.৭১ সেন্টিমিটার তথা সাত ফুট তিন ইঞ্চি। এরপরের লম্বা সদস্যটি হচ্ছেন সাভানা ট্র্যাপ-ব্ল্যানশফিল্ড।
২৭ বছর বয়সী সাভানা ২০৩.৬ সেন্টিমিটার বা ছয় ফুট আট ইঞ্চি লম্বা। এ দুজনের বোন মলি স্টিড-এর বয়স ২৪ ও উচ্চতা ১৯৭.২৬ সেন্টিমিটার বা ছয় ফুট ছয় ইঞ্চি।
এ তিনজনের মা ক্রিসি পরিবারের সবচেয়ে 'বেঁটে' সদস্য। তার উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি বা ১৯১.২ সেন্টিমিটার। অন্যদিকে বাবা স্কটের উচ্চতা ২০২.৭ সেন্টিমিটার (ছয় ফুট আট ইঞ্চি)।
২০২০ সালের ডিসেম্বর মাসে ট্র্যাপ পরিবার এসেনশিয়া হেলথ-এর অর্থোপেডিক ডাক্তার অ্যানা সুধো-এর সাথে দেখা করেন। পরিবারের প্রতিটি সদস্যের তিনবার করে দৈর্ঘ্য মাপা হয়।
তাদের খাড়া ও শোয়া; উভয় অবস্থাতে শরীরের দৈর্ঘ্য মাপা হয়। এরপর তা গড় করে তাদের উচ্চতা হিসাব করা হয়।
অ্যাডাম বলেন, 'আমার বোন ফোন করে জানিয়েছিল আমরা রেকর্ডের অংশ হয়েছি। সবাই খুবই উত্তেজিত হয়ে গিয়েছিলাম এ খবর শুনে। এটা বিশ্বাস করতেও আমাদের কষ্ট হচ্ছিল।'
এ স্বীকৃতিকে পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবেই বর্ণনা করেছে ট্র্যাপ ফ্যামিলি।
অ্যাডাম জানান, মানুষ যখন তার কাছে এসে তার উচ্চতা নিয়ে নানাকিছু জানতে চায়, তখন সেটা তিনি পছন্দ করেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস