অ্যাপল, আমাজন ও ফেসবুকের শেয়ারের দরপতন ২৫০ বিলিয়ন ডলার
অ্যাপল, আমাজন ও ফেসবুক বর্তমান আয়ের হিসাব প্রকাশ করার পর তাদের শেয়ারের দাম কমেছে। এই তিন প্রতিষ্ঠানের শেয়ারের মোট দরপতন হয়েছে প্রায় ২৫০ বিলিয়ন ডলার।
এরমধ্যে অ্যাপলের শেয়ারের দর কমেছে ৫.৬ শতাংশ, আমাজনের ৫.৫ শতাংশ ও ফেসবুকের ৬.৩ শতাংশ।
তবে অ্যালফাবেট তাদের আয় ও লাভের হিসাব প্রকাশ করার পর প্রতিষ্ঠানটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩.৮ শতাংশ। এর ফলে প্রতিষ্ঠানটির বাজার মূলধন বেড়েছে ৪০ বিলিয়ন ডলার।
অ্যাপল
এ বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপলের মোট বিক্রি বেড়েছে এক শতাংশ। লকডাউন শুরু হওয়ার পরই অ্যাপলের ম্যাক বিক্রি বৃদ্ধি পায় ২৯ শতাংশ ও আইপ্যাড ৪৬ শতাংশ।
তবে আইফোনের বিক্রি কমে গেছে ২১ শতাংশ; এরমধ্যে চীনে মোট বিক্রি কমেছে ২৮ শতাংশ। ফলে অ্যাপলের নেট আয় কমেছে ৭ শতাংশ। এই হিসাব দেখেই আশাহত হয়েছেন বিনিয়োকারীরা, দর কমেছে শেয়ারের।
আমাজন
বছরের তৃতীয় প্রান্তিকে আমাজনের নিট বিক্রি ৩৭ শতাংশ বেড়ে ৯৬.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ক্লাউড কম্পিউটিং ও আমাজন ওয়েব সার্ভিসে মোট আয় বেড়েছে ২৯ শতাংশ।
তবে অপারেটিং আয় ১ থেকে ৪.৫ বিলিয়ন ডলার হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে লাভ ১৫ শতাংশ বৃদ্ধি অথবা ৭৪ শতাংশ হ্রাস পেতে পারে।
ফেসবুক
গত প্রান্তিকে ফেসবুকের মোট আয় বেড়েছে ২২ শতাংশ। এর বেশিরভাগই বিজ্ঞাপন সংশ্লিষ্ট আয়। অপারেটিং আয় বৃদ্ধি পেয়েছে ১২ শতাংশ। দৈনিক ও মাসিক হিসাবে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১২ শতাংশ।
তবে আগামী বছরের অনিশ্চয়তার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। মহামারির সময়ে অনলাইন কেনাকাটা ও ডিজিটাল বিজ্ঞাপনের হার বেড়েছে; তবে আগামী বছর তা না-ও বজায় থাকতে পারে।
অ্যালফাবেট
এ বছরের তৃতীয় প্রান্তিকে অ্যালফাবেটের আয় বিশেষজ্ঞদের ধারণাকেও ছাড়িয়ে গেছে। আর তা ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৬.২ বিলিয়ন ডলার। অপারেটিং আয় ২২ শতাংশ বেড়ে হয়েছে ১১.২ বিলিয়ন ডলার।
- সূত্র: বিজনেস ইনসাইডার