আপাতত বাড়ছে না সুতার দাম
ইয়ার্নের ক্রমাগত দাম বৃদ্ধি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উপায় খুঁজে বের করতে সম্মত হয়েছে তৈরি পোশাক শিল্প ও টেক্সটাইল খাতের উদ্যোক্তারা। এ লক্ষ্যে উভয় পক্ষের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করবেন। শিগগিরই সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা ফের সভা করবেন। তার আগে ইয়ার্নের দাম না বাড়াতে সম্মত হয়েছেন টেক্সটাইল মিল মালিকদের প্রতিনিধিরা। অর্থাৎ তুলার দাম আর না বাড়লে সুতার দামও আপাতত বাড়ছে না। এর মধ্যে তারা ঠিক করবেন, তুলার দাম বিবেচনায় সুতার দাম কত হওয়া উচিত।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে তৈরি পোশাক শিল্প মালিক, টেরি টাওয়েল রপ্তানিকারক ও টেক্সটাইল মিল মালিকদের সংগঠনের প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মিটিং ফলপ্রসূ হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আরেকটি মিটিং হবে। আশা করছি একটি সমাধান বেরিয়ে আসবে"।
সভায় উপস্থিত বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান এম শাহাদাত হোসাইন সোহেল বলেন, "আপাতত ইয়ার্নের দাম আর বাড়বে না। ইয়ার্নের দাম কত হতে পারে, তা সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা বসে ঠিক করবেন। এর ভিত্তিতে দাম নির্ধারিত হবে"।
সভায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "সভায় সিদ্ধান্ত হয়েছে, ইয়ার্নের দাম বর্তমানের চেয়ে আর বাড়বে না। এ বিষয়ে আমরা আমাদের সদস্য মিল মালিকদের অনুরোধ করবো। দাম কত হতে পারে, পরবর্তীতে বসে তা ঠিক করবো। এছাড়া প্রোফরমা ইনভয়েস (পন্যের দর সংক্রান্ত প্রস্তাব) পাঠানোর পর তার ভ্যালিডিটির সময় যাতে বাড়ানো হয়, সে বিষয়েও আমরা মিল মালিকদের অনুরোধ করবো"।
তবে তিনি বলেন, "আমাদের বর্তমান দর ভারতের চেয়ে খুব একটা বেশি নয়। সভায় এ বিষয়টি উঠে এসেছে"।
প্রসঙ্গত, দেশের রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকের মূল কাঁচামাল তুলার দাম বিশ্বব্যাপী বেড়ে যাওয়ায় গত আট মাস ধরে সুতার দামও বেড়ে গেছে। তবে পোশাক শিল্প মালিকদের অভিযোগ, চাহিদা বেশি হওয়ায় স্থানীয় স্পিনিং মিল মালিকরা অন্যায্যভাবে সুতার দাম বাড়িয়ে দিয়েছেন।
এ বিষয়টি নিয়ে বিজিএমইএ মঙ্গলবার প্রেস কনফারেন্স করার সিদ্ধান্ত নেয়, যদিও পরবর্তীতে তা স্থগিত করে সংগঠনটি।
তবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন স্পিনিং মিল মালিকরা। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে তুলার দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই সুতার দাম বাড়ানো হয়েছে।