করোনা পরিস্থিতিতে নতুন নিলাম বর্ষের সূচি পরিবর্তন করলো চা বোর্ড
করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ায় ২০২০-২১ নিলাম বর্ষের সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ চা বোর্ড। পূর্বের সূচী অনুযায়ী ১৩ মে চট্টগ্রামের আগ্রাবাদে প্রথম নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী সেটি অনুষ্ঠিত হবে ১৮ মে। পূর্বের শিডিউলের ১৯ মে অনুষ্ঠিতব্য নিলামটি অনুষ্ঠিত হচ্ছেনা। পরবর্তীতে চট্টগ্রাম এবং শ্রীমঙ্গলের পুর্নাঙ্গ নিলাম সূচি প্রকাশ করবে চা বোর্ড।
৫ মে (সোমবার) চা বোর্ডের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চা নিলামের নতুন সূচি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তিতে দেওয়া হয় কিছু নির্দেশনাও।
স্বাস্থ্যবিধি মেনে নিলাম পরিচালনা করতে বলা হয়েছে ওই নির্দেশনায়। নিলাম শুরুর আগে এবং পরে অকশন হাউস জীবানুনাশক স্প্রে দিয়ে পরিশোধন করে নিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কমপক্ষে ৭ ফুট পরপর বসার ব্যবস্থা করতে হবে। আর এভাবে বসার ব্যবস্থা করতে গিয়ে যদি জায়গা সংকুলান না হয় তাহলে বড় কোন হলরুমে নিলাম কেন্দ্র শিফট করতে হবে। আর নিলাম চলাকালে কেবল অপরিহার্য জনবলের উপস্থিতি নিশ্চিত রাখতে হবে।
চা বোর্ড সূত্র জানায়, ১৮ মে প্রথম নিলামের পর রমজানের ঈদের আগে আর কোনও নিলাম অনুষ্ঠিত হবে না।
প্রসঙ্গত, চট্টগ্রাম এবং শ্রীমঙ্গলে মাসে ৪ টি নিলাম অনুষ্ঠিত হয়। এর মধ্যে শ্রীমঙ্গলে অনুষ্টিত হয় ১ টি নিলাম। একটি নিলাম বর্ষে সাধারণত ৪৫ টি নিলাম অনুষ্টিত হয়। বিশেষ পরিস্থিতিতে নিলামের সংখ্যা বৃদ্ধি করে করে চা বোর্ড। করোনা পরিস্থিতিতে গত ২০১৯-২০ নিলাম বর্ষের ২৪ মার্চ ৪৬ তম ৩১ মার্চ ৪৭ তম নিলাম স্থগিত করা হয়। ওই নিলামের ৯ লাখ কেজি চা অবিক্রিত থাকায় আউটলটে বিক্রির সিন্ধান্ত দেয় চা বোর্ড।