খেজুরের কেজি ৭৬৩ টাকা, তবে নিলামে দাম উঠেছে মাত্র ৩০০!
আলজেরিয়ান ২৫ টন খেঁজুরের একটি চালান নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। নিলামে ৭৬৩ টাকা কেজির খেজুরের দর উঠেছে মাত্র ৩০০ টাকা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খেজুরের চালানটি বিক্রির জন্য প্রকাশ্য নিলামে তোলা হয়।
এর আগে, ২০২৪ সালের মে মাসে খেজুরের এই চালানটি চট্টগ্রাম বন্দরে আসে।
কর্তৃপক্ষ সেই চালানের খেঁজুরের সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছিল ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ২৬০ টাকা, যার কেজি দর হয় ৭৬৩ টাকা।
চট্টগ্রাম কস্টমসের প্রকাশ্য নিলামে শতাধিক অংশগ্রহণকারী থাকলেও ওই খেজুরের সর্বোচ্চ দর উঠেছে কেজি প্রতি ৩০০ টাকা। অর্থাৎ সংরক্ষিত দরের সর্বোচ্চ ৩৯ শতাংশ দাম উঠেছে প্রকাশ্য নিলামে।
নিলামটি পরিচালনা করে সরকারি নিলাম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান কে এম কর্পোরেশন।
কাস্টমসের নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান কে এম কর্পোরেশনের ম্যানেজার মো. মোরশেদ বলেন, 'চট্টগ্রাম বন্দরের পুরাতন পোর্ট মার্কেটের প্রতিষ্ঠান ফাতেহা এন্টারপ্রাইজ ২৫ টন খেঁজুরের সর্বোচ্চ দর দিয়েছেন ৭৫ লাখ ১০ হাজার টাকা।'
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, খেজুরের চালানটির মেয়াদ রয়েছে চলতি বছরের নভেম্বর পর্যন্ত। মানে ভালো হওয়ায় আসন্ন রমজানে এই খেঁজুরের ভালো দাম পাওয়া যাবে।
নিলামের আগে প্রকাশ্য নিলাম সম্পর্কে সকলকে অবহিতকরণ এবং ক্রেতারা যাতে প্রকাশ্য নিলামে সঠিক সময়ে অংশগ্রহণ করতে পারে সেজন্য ব্যাপক প্রচারণার অংশ হিসেবে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) কমপক্ষে নিলামের স্থান থেকে দুই কিলোমিটার পর্যন্ত চর্তুদিকে এবং নিকটবর্তী স্থানে বিশেষ করে উক্ত পণ্যের বাজার এলাকায় মাইকিং করা হয়।
একইসঙ্গে প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি ও ক্যাটালগ চট্টগ্রাম কাস্টম হাউসের নোটিশ বোর্ড ও নিলাম শাখার নোটিশ বোর্ডে প্রচার করা হয়।