কিউকমের কাছে গ্রাহকদের পাওনা ২৫০ কোটি টাকা: ডিবি
বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের কাছে গ্রাহকদের পাওনা অন্তত ২৫০ কোটি টাকা বলে জানতে পেরেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ই-কমার্স কোম্পানি কিউকমের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
প্রতারণার অভিযোগে এক গ্রাহকের করা মামলার পরিপ্রেক্ষিতে রোববার (৩ অক্টোবর) গ্রেপ্তার করা হয়েছে তাকে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি আরও জানান, পল্টন পুলিশ স্টেশনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।
প্রাথমিক তদন্তের পর গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে, কিউকমের কাছে গ্রাহকদের পাওনা অন্তত ২৫০ কোটি টাকা।
হাফিজ বলেন, 'কিউকম নিয়মিত তাদের গ্রাহকদেরকে চেক প্রদান করত। এই বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের নজর কাড়ে।
'এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষের কাছ থেকে মোটরসাইকেল অর্ডারের মাধ্যমে কিউকমের সংগৃহীত ৩৯৭ কোটি টাকা আটকে দেওয়ার।'
গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তা 'আক্রমণাত্মক মার্কেটিং পলিসি'-কে বাংলাদেশের ই-কমার্স সেক্টরের সবচেয়ে বড় সমস্যা হিসেবেও অভিহিত করেন।
'রিপনের নামে এর আগে কোনো মামলা ছিল না। যদি তাকে রিমান্ডে নেওয়া হয়, তাহলে হয়তো আমরা আরও তথ্য সংগ্রহ করতে পারব। তদন্তের মাধ্যমে জানা সম্ভব হবে তিনি অন্য কোনো এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং)-এর সঙ্গে জড়িত কিনা।'
ই-কমার্স প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য বিক্রি, অনলাইন বিনিয়োগ এবং ই-লোনের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে থাকতে পারে এমন বেশ কিছু ই-কমার্স কোম্পানির নাম তালিকাভুক্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিউকম সেসব ই-কমার্স কোম্পানির মধ্যে অন্যতম।
সিআইডি সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান টিবিএসকে বলেন, ই-কমার্স কোম্পানি কর্তৃক গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঘটনা ঘটেছে কিনা এ ব্যাপারে তারা একটি শ্যাডো ইনভেস্টিগেশন (ছায়া তদন্ত) চালাচ্ছেন।
সন্দেহভাজন অন্যান্য ই-কমার্স সাইট, ই-লোন এবং গেমিং অ্যাপ হলো - ইভ্যালি, রিংআইডি, ইঅরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলেশা মার্ট, আদিয়ান মার্ট, দালাল প্লাস, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস, আলাদিনের প্রদীপ, বুম বুম, প্রিয়শপ, টোয়েন্টিফোর টিকেটি, নিডস, নিরাপদ শপ, প্লে অ্যান্ড উইন, দারাজ, টিকটিকি, শপ আপ ই-লোনস, স্বাধীন, উঠাও ক্যাশ, র্যাপিডক্যাশ-কুইক অনলাইন ইলোনস অ্যাপ, সহজ লাইফ অ্যান্ড লাইভলি, ই-শপ ইন্ডিয়া ও বিডি লাইক।