পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে যথাযথ নিয়ম মেনে চলার নির্দেশ
আমদানির যথাযথ অনুমোদন ছাড়াই যেসব প্রতিষ্ঠান পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করছে তাদেরকে সহায়তা না করতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করেছে।
এতে বলা হয়, পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি থেকে যথাযথ লাইসেন্স নিতে হয়।
তবে লাইসেন্স নেই এমন আমদানিকারক প্রতিষ্ঠানকে সহায়তা করছে কিছু ব্যাংক। বিইআরসি থেকে এমন তথ্য পাওয়ার পর, এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে বৈদেশিক মুদ্রা লেনদেনের সাথে যুক্ত থাকা ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত এক দুইটি ব্যাংক এমন কাজ করে থাকতে পারে। তাদের জন্যই এই নির্দেশনা দেয়া হয়েছে। লাইসেন্স ছাড়া আমদানিকারকের সংখ্যাও কম বলে তিনি মনে করেন।
সার্কুলারে উল্লেখ করা এসএস কোড অনুযায়ী আমদানিকৃত পেট্রোলিয়ামজাত পণ্যের মধ্যে আছে- পেট্রোলিয়াম অয়েল, বিটুমিনাস অয়েল, কেরোসিন, গ্যাস অয়েল, লাইট ডিজেল অয়েল, হাই স্পিড ডিজেল অয়েল, ফার্নেস অয়েল, লিকুইড প্যারাফিন,হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম জেলি ইত্যাদি।