প্রথমবারের মতো ৩০ হাজার ডলার ছাড়ালো বিটকয়েনের বাজারদর
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/01/03/f5b586f756d3a4bcc98a0012d16789c4cf629db84404f4e65a3626dd175f33e7_2.jpg)
প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের বাজারমূল্য ৩০ হাজার ডলার ছাড়িয়েছে। প্রথমবারের মতো বাজারমূল্য ২০ হাজার মার্কিন পেরোনোর কয়েক সপ্তাহ পরই ৩০ হাজার ডলার পেরোনোর নতুন মাইলফলক ছুঁয়েছে বিটকয়েন।
বড় বিনিয়োগকারীদের ব্যবসায়ে বিনিয়োগ ও লভ্যাংশের কারণে গত বছরেই প্রায় চারগুণ বেড়েছে বিটকয়েনের বাজারমূল্য।
অনেক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন ডলারে দরপতনের সাথে সাথে আরও বেড়ে যেতে পারে বিটকয়েনের মূল্য।
মহামারির শুরুর দিকে গত মার্চে ডলারে দর বাড়লেও পরবর্তী মাসগুলোতে ক্রমাগত ডলারের দরপতন হয়েছে। ২০১৭ সালের পর থেকে ২০২০ সালে শেষে এসে ডলারের সর্বোচ্চ দরপতন হয়েছে।
মার্কিন ডলার ও পাউন্ড স্টার্লিংয়ের মতো একই পদ্ধতিতেই বিটকয়েনের বিনিময় হয়। সম্প্রতি অনলাইন লেনদেনের জনপ্রিয় মাধ্যম পে-পাল সরাসরি পে-পাল অ্যাকাউন্তের মাধ্যমেই এ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করা যাবে এমন ঘোষণা দেয়।
তবে বিটকয়েনের মান সবসময়ই পরিবর্তনশীল।
ইতোপূর্বে ২০১৭ সালেও বিটকয়েনের বাজারমূল্য ২০ হাজার ডলার অতিক্রম করার দ্বারপ্রান্তে পৌঁছায়, তবে এর কিছুদিনের মধ্যেই এর দরপতন হয়ে বাজারমূল্য দাঁড়ায় মাত্র সাড়ে ৩ হাজার ডলার।
গত বছর নভেম্বরে ১৯ হাজার ডলার বাজারমূল্য হওয়ার পরপরই আবার দরপতন হয়।
গত অক্টোবরেই লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। লেনদেনের মাধ্যম হিসবে বিটকয়েন ব্যবহার সম্পর্কে তিনি চিন্তিত জানিয়ে বিনিয়োগকারীদের এর অস্থিতিশীল বাজারদর সম্পর্কে সতর্ক করেন।
- সূত্র: বিবিসি