ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির দামে রেকর্ড, বাজারমূল্য ছাড়িয়েছে ১০ বিলিয়ন ডলার
সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্পের নতুন চালু করা ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। লেনদেনের পরিমাণও বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের কয়েক ঘণ্টা আগে বিটকয়েনের মূল্যও সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে।
শুক্রবার চালু হওয়া ট্রাম্পের ডিজিটাল 'মিম কয়েন' মুদ্রা '$ট্রাম্প' শনিবার সকালে ১০ ডলারের নিচে ছিল। পরে এটি বেড়ে ৭৪.৫৯ ডলারে পৌঁছায়। তবে আজ কিছুটা দাম কমেছে।
জুলাই মাসে ট্রাম্প তার ডিজিটাল টোকেন চালু করেন। এর ব্র্যান্ডিংয়ে তিনি তাকে গুপ্তহত্যার চেষ্টার ছবি ব্যবহার করেছেন।
এদিকে রোববার মেলানিয়া ট্রাম্প তার নিজস্ব মুদ্রা '$মেলানিয়া' চালু করেন। এর মূল্যও দ্রুত বাড়তে বাড়তে বাজার মূলধন এক বিলিয়ন ডলার অতিক্রম করে।
ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অংশ সিআইসি ডিজিটাল এবং ফাইট, ফাইট, ফাইট নামক দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়। এদের ওয়েবসাইটে বলা হয়েছে, "$ট্রাম্প ট্রাম্পের আদর্শ ও বিশ্বাসের প্রতি সমর্থন এবং সংশ্লিষ্টতার প্রতীক।" তবে এগুলো কোনো বিনিয়োগ বা সিকিউরিটি নয় বলেও উল্লেখ করা হয়েছে ওয়েবসাইটে।
ট্রাম্পের ডিজিটাল মুদ্রা চালু হওয়ার পর ক্রিপ্টো শিল্পের অনেকেই যেমন বিস্মিত হয়েছেন, তেমনি হয়ে উঠেছেন শঙ্কিতও।
"অনেকে এটিকে কেবল ট্রাম্পের আরেকটি প্রচারণা ভাবতে পারেন। তবে এই টোকেনের প্রকাশ নীতিগত ও নিয়ন্ত্রক প্রশ্নের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে," মন্তব্য করেন হংকং-ভিত্তিক ক্রিপ্টো বিশ্লেষক জাস্টিন ডি'আনেথান।
ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প তার মাল্টি-বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট, হোটেল, গল্ফ, মিডিয়া এবং লাইসেন্সিং ব্যবসার দৈনন্দিন দায়িত্ব সন্তানদের হাতে তুলে দেবেন।
কয়েনমার্কেটক্যাপ-এর তথ্য অনুযায়ী, সোমবার $ট্রাম্প মুদ্রা ৪৬.৯৩ ডলারে লেনদেন হচ্ছিল। ফলে এর বাজার মূলধন দাঁড়ায় ৯.৪ বিলিয়ন ডলারে, যা এটিকে বিশ্বের ১৯তম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সিতে পরিণত করে।
কয়েনমার্কেটক্যাপ আরও জানায়, এ মুদ্রার ২৪ ঘণ্টার ট্রেডিং ভলিউম ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
মিমকয়েন নিয়ে এই উন্মাদনা ক্রিপ্টোকারেন্সির দামের সামগ্রিক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিনিয়োগকারীদের আশা, ট্রাম্প ক্রিপ্টো-শিল্পের প্রতি অনুকূল নীতি গ্রহণ করবেন।
সোমবার সকালে ইউরোপে বিটকয়েনের দাম সর্বোচ্চ এক লাখ নয় হাজার ৭১ ডলারে পৌঁছায়। পরে এটি এক লাখ সাত হাজার ৬০০ ডলারে স্থির হয়। এ মাসে এখন পর্যন্ত বিটকয়েনের মূল্য ১০ শতাংশের বেশি বেড়েছে।