বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক
আজ রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
গতকালই টেক জায়ান্ট ফেসবুক নিবন্ধন পেতে অনলাইনে আবেদন করে এবং বাংলাদেশে স্থায়ী অফিস খোলার বাধ্যবাধকতা ছাড়াই তাদের অনুমোদন দেয়া হয়।
ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান ব্যবসা পরিচয় নম্বরের (বিআইএন) নিবন্ধন পেয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব নিশ্চিত করেন।
তিনি জানান, এ দেশে ফেসবুকের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত রাজস্বতে ১৫% ভ্যাট দেবে ফেসবুক।
গত বছর এনবিআরের চাপে ফেসবুক ইনকরপোরেশন বাংলাদেশে ব্যবসা করার জন্য ভ্যাট এজেন্ট নিয়োগ দেয়। বাংলাদেশে ফেসবুকের অনুমোদিত সেলস পার্টনার হিসেবে এইচটিটিপুল রাজস্ব বোর্ডকে ভ্যাট দিচ্ছিল, কিন্তু বাংলাদেশে ফেসবুকের কোন ব্যবসা পরিচয় নম্বর (বিআইএন) ছিল না।
উল্লেখ্য, গত মাসেই ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে এনবিআরের কাছ থেকে বাংলাদেশের বিআইএন নেয় বিশ্বের বৃহত্তম দুই প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যামাজন। বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য এ নিবন্ধন বাধ্যতামূলক।