বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট
ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনারেট কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার (১ জুলাই) মূল্য সংযোজন কর (ভ্যাট) নিবন্ধন নিয়েছে মাইক্রোসফট।
বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতের জায়ান্টটি সিঙ্গাপুরে অবস্থিত আঞ্চলিক অফিসের ঠিকানা ব্যবহার করে মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে নিবন্ধন নেয়।
একইসঙ্গে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) নিয়েছে মাইক্রোসফট।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট- এর অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।
তিনি বলেন, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েট নামক একটি বাংলাদেশি চার্টাড একাউটেন্টস ফার্ম কোম্পানিটির স্থানীয় পরামর্শক হিসেবে কাজ করবে। এখন থেকে বাংলাদেশে করা আয়ের বিপরীতে ১৫ শতাংশ হারে ভ্যাট দেবে মাইক্রোসফট।
এর আগে গত জুনে সিলিকন ভ্যালির আরেক জায়ান্ট ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয়। আর গত মে'তে বিআইএন সংগ্রহ করে গুগল ও অ্যামাজন।
বাংলাদেশের ব্যবসা করা অনেক কোম্পানি থেকে নিয়মিত বিজ্ঞাপন পায় তথ্যপ্রযুক্তির বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো। স্থানীয় কোম্পানিকে তারা অন্যান্য পরিষেবাও প্রদান করে। এ থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যে ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর আঞ্চলিক অফিস স্থাপন বা স্থানীয় এজেন্ট নিয়োগদানকে বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।