ভারতের শীর্ষ ধনীর কোম্পানিতে ৫৭০ কোটি ডলার বিনিয়োগ করছে ফেসবুক
ভারতে টেলিকম বাণিজ্যে অন্যতম বৃহৎ প্রতিযোগী কোম্পানি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। দেশটির শীর্ষ ধনীর এই ব্যবসায় ৫৭০ কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে ফেসবুক।
এই বিনিয়োগের মাধ্যমে রিলায়েন্স জিও'র অংশীদারিত্বে ভাগ বসাবে ফেসবুক। সিংহভাগ শেয়ার আম্বানির রিলায়েন্স গ্রুপের হাতে থাকলেও ফেসবুকের মালিকানা থাকবে ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারে।
এই চুক্তির পর ভারতের টেলিকম ব্যবসাতে ফেসবুকের অবস্থান আরও শক্তিশালী হবে। ভারত মার্কিন প্রযুক্তি কোম্পানিটির চ্যাট সার্ভিস-হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। দেশটিতে এর ৪০ কোটি ব্যবহারকারী রয়েছেন। পাশাপাশি সেখানে নিজেদের ডিজিটাল পেমেন্ট সেবাও খুব শীঘ্রই চালু করতে চলেছে তারা।
ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়, আলোচিত বিনিয়োগ ভারতের বাজার নিয়ে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। জিও যেভাবে দেশটির বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে, সেটাও আমাদের এগিয়ে আসতে উৎসাহিত করেছে।
ফেসবুক জানিয়েছে, হোয়াটস অ্যাপ সেবার সঙ্গে রিলায়েন্সের অনলাইনে বেচাকেনার উদ্যোগ জিওমার্টকে যুক্ত করা হবে। এর ফলে তাদের ব্যবহারকারীরা সহজেই নিজেদের পণ্য ও সেবা সেখানে বিক্রির সুযোগ পাবেন। আবার বিপুল পরিমাণ ভোক্তা শ্রেণী সহজেই অনলাইন থেকে কম খরচে পণ্য ক্রয়ের সুযোগও পাবেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের ব্যবসায়িক কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছিল হোয়াটস অ্যাপ।